চিনের অজানা নিউমোনিয়া আতঙ্ক! একাধিক রাজ্যে জারি সতর্কতা…
Unknown Pneumonia Panic! Warning Issued In Several States

The Truth Of Bengal: শীতের শুরুতেই বাড়ছে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত নানা রোগ। এবার ভারতে চিনের অজানা নিউমোনিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কায় দেশের একাধিক রাজ্যে জারি হয়েছে সতর্কতা। জারি হয়েছে অ্যাকশন প্ল্যান তৈরির নির্দেশিকাও।
চিনে করোনা ভাইরাসের মতোই মহামারির আকার নিতে চলেছে অজানা নিউমোনিয়া। চিনে এর প্রকোপ দেখা দেওয়া মাত্রই বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ, বিভিন্ন হাসপাতালের পরিকাঠামো ঠিক করতে হবে। কেন্দ্রের ওই নির্দেশের পরই একাধিক রাজ্যে জারি সতর্কতা। বিশেষত, শিশু, অন্তঃসত্তা এবং স্টেরয়েড জাতীয় ওষুধ যারা খাচ্ছেন, তাদের জন্য এই রোগ বিপদজ্জনক। তাঁরা ভর্তি হতে পারেন হাসপাতালেও। তবে এবার আশঙ্কা করা হচ্ছে, চিনের এই অজানা নিউমোনিয়া ছড়িয়ে পড়তে পারে ভারতেও।
জানা যাচ্ছে, শিশুদের উপর বেশি পরিমান প্রভাব বিস্তার করতে পারে এই অজানা নিউমোনিয়া। এই সংক্রমণে তাদের ফুসফুস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বিশেষভাবে থাকে। এবার রাজস্থান, কর্ণাটক, গুজরাট, উত্তরাখণ্ড, হরিয়ানা ও তামিলনাড়ু সরকারের তরফেও জারি হল সতর্কতা। এখন প্রশ্ন একটাই, করোনার স্মৃতি কি তবে আবার ফিরে আসতে চলেছে। তবে জানা যাচ্ছে . এই মরশুমি ফ্লু হল সংক্রামক রোগ। এর স্থায়ীত্ব সাধারণত পাঁচ থেকে সাত দিন। অসুস্থতা এবং মৃত্যুর হার তুলনামূলকভাবে কমই। তবে পরিস্থিতি উদ্বেগজনক না হলেও এই ৬ রাজ্যের স্বাস্থ্যদফতর কোনওরকমেই ঝুঁকি নিতে রাজি নয়। নজরদারির জন্য স্বাস্থ্যকর্মীদের বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আধিকারিকদের নির্দেশ, অ্যাকশন প্ল্যান তৈরির।
Free Access