‘মাওবাদমুক্ত দেশ’ গড়তে সময়সীমা বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Union Home Minister Amit Shah set a deadline to build a 'Maoism-free country'

Truth Of Bengal: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাওবাদ দমনের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করেছেন। তিনি বলেন, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে ভারতকে ‘মাওবাদমুক্ত দেশ’ হিসেবে ঘোষণা করা হবে। এই উদ্দেশ্যে, শাহ মাওবাদীদের প্রতি সতর্কবার্তা জানিয়েছেন যে, অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করতে হবে, নতুবা সেনা অল আউট অভিযান শুরু করবে।
অমিত শাহ আরও বলেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিংসা ও মাওবাদী মতাদর্শকে দেশ থেকে সম্পূর্ণরূপে উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মাওবাদীদের আহ্বান জানিয়েছেন যে, উত্তর-পূর্বাঞ্চলের সন্ত্রাসবাদীদের মতো তারাও হিংসা ও অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করুন। তিনি সতর্ক করেছেন যে, যদি মাওবাদীরা তা না করেন, তাহলে সন্ত্রাসকে ধ্বংস করার জন্য শীঘ্রই অল আউট অভিযান শুরু হবে। শাহ উল্লেখ করেছেন যে, গত কয়েক বছরে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নিরাপত্তাবাহিনী বিপুল সাফল্য অর্জন করেছে এবং বর্তমানে এই সমস্যা শুধুমাত্র ছত্তিশগড়ের চারটি জেলায় সীমাবদ্ধ। তিনি বলেছেন যে, নেপালের পশুপতিনাথ থেকে অন্ধ্রপ্রদেশের তিরুপতি পর্যন্ত মাওবাদী করিডোর মোদি জমানায় ধ্বংস করা হয়েছে।
মাওবাদীদের জন্য আরও বেশি সামাজিক প্রকল্প ও চাকরির বার্তা দিয়ে শাহ জানিয়েছেন যে, রাজ্যসরকারের সঙ্গে আলোচনা করে আত্মসমর্পণকারীদের জন্য চাকরি এবং স্বাস্থ্যপ্রকল্প-সহ আরও একাধিক প্রকল্পের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, মাওবাদ একাধিক রাজ্য সরকারের দীর্ঘদিনের মাথাব্যাথা। ইউপিএ সরকারের আমলে মাওবাদ দমনের জন্য একাধিক অভিযান চালানো হয়েছিল এবং মনমোহন সিংয়ের সরকার এয়ার ফোর্সও নামিয়েছিল। মোদি সরকারের আমলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন যে দেশ মাওবাদীমুক্ত হয়েছে এবং মাওবাদীদের করিডোর ভেঙে দিয়েছেন। তবে প্রধানমন্ত্রীর সেই ঘোষণার পরও কেন অমিত শাহকে অস্ত্র ফেরাওয়ার ডাক দিতে হচ্ছে, তা নিয়ে বিরোধী শিবিরে প্রশ্ন উঠেছে।