কেন্দ্রীয় বাজেটের দিন সোনা-রুপোর দামে চমক! ৪০০০ টাকা পর্যন্ত কম হল সোনালী ধাতু
Union budget day gold and silver surprise! Gold metal has reduced up to 4000 rupees

The Truth Of Bengal: সোনা ও রুপোর দামে বিরাট চমক লক্ষ্য করা গেল কেন্দ্রীয় বাজেটের দিন। মঙ্গলবার বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী সোনা ও রুপোর আমদানি শুল্ক কমানোর ঘোষণা করেন। এরপরেই এক ধাক্কায় বেশ অনেকটাই কমে গেল সোনা ও রুপোর দাম। আজকের বাজেটে অর্থমন্ত্রী সোনা ও রূপার আমদানি শুল্ক ১৫% থেকে কমিয়ে ৬% করেছেন। এর মধ্যে বেসিক কাস্টমস ডিউটি (বিসিডি) ১০% থেকে কমিয়ে ৫% এবং কৃষি অবকাঠামো উন্নয়ন সেস (এআইডিসি) ৫% থেকে কমিয়ে ১% করেছেন।
আপনিও কি কলকাতার বাসিন্দা? আপনিও কি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন?
তাহলে জেনে নিন আজ কত টাকায় মিলছে এই দুই ধাতু?
জানলে খুশি হবেন, ২২ ক্যারটে ২৫০০ টাকা এবং ২৪ ক্যারটে ২৭০০ টাকা অবধি কমেছে সোনালী ধাতুর দাম। আজ ২২ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ২৫০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৬৭,৪৫০ টাকা। এছাড়া ২২ ক্যারটে ১০০ গ্রাম সোনার দাম ২৫০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৬,৭৪, ৫০০ টাকা।
এবার আসা যাক ২৪ ক্যারটের প্রসঙ্গে। আজ ২৪ ক্যারটে ৮ গ্রাম সোনার দাম ২১৬ টাকা অবধি কমে মিলছে ৫৮,৮৬৪ টাকায়। এছাড়া ১০ গ্রামের দাম ২৭০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৭৩, ৫৮০ টাকায় এবং ১০০ গ্রামের দাম ২৭০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৭, ৩৬, ৮০০ টাকা।
আজ ১৮ ক্যারটে সোনার দাম কত জানেন? না জানা থাকলে জেনে নিন ঝটপট। জানা গিয়েছে, ১৮ ক্যারটে ৮ গ্রামের দাম ১৬০ টাকা কমে ৪৪, ১৫২, ১০ গ্রামের দাম ২০০ টাকা অবধি কমে ৫৫,১৯০ টাকা এবং ১০০ গ্রামে ২০০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৫, ৫১,৯০০ টাকা।
এবার আসা যাক রুপোর প্রসঙ্গে। আজ ১০০ গ্রাম রুপোর দাম ৪০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৯১১০ টাকায় এবং এক কেজির দাম ৪০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৯১, ১০০ টাকায়।
সোনার দাম, হলমার্ক চার্জ এবং ৩ শতাংশ জিএসটি যোগ করে সোনার গয়নার দাম নির্ধারণ করা হয়। তবে কিছু কিছু দোকানদার স্বর্ণের দরের ১ শতাংশ মেকিং চার্জ হিসেবে আদায় করেন। যেমন ১০ গ্রাম সোনার দাম ৬৭,০০০ টাকা হলে মেকিং চার্জ হবে ৬৭০ টাকা।