দেশ

উজ্বল নিকমকে প্রার্থী করল বিজেপি ! ভোটের মাঝে বড় চমক গেরুয়া শিবিরের

Ujjal Nikam candidate BJP! The big surprise in the polls is the ocher camp

The Truth of Bengal: ব্বিশে বিজেপির আরও বড় চমক।এবার উত্তর-মধ্য মুম্বই থেকে প্রার্থী করা হল উজ্জ্বল নিকমকে।তিনি জীবিত জঙ্গি কাসভের ফাঁসির সাজা মেলার জন্য লড়াই করেন। স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকম  আইনজীবী হিসাবে একাধিক গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন। যার মধ্যে অন্যতম মধ্যে অন্যতম হল মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলার মামলা।   ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলাতেও আইনজীবী হিসাবে জঙ্গিদের বিপক্ষে লড়েছেন উজ্জ্বল নিকম।এখন সেই উজ্বল নিকমকে প্রার্থী করে বিজেপি জাতীয়তাবাদী আবেগে শান দিতে চাইছে বলে আইনজীবীদের একাংশের অভিমত।এমনিতে মহারাষ্ট্রে নাগপুর ছাড়া অন্যত্র বিজেপির অবস্থা ভালো নয় বলে বিরোধীদের দাবি।ইন্ডিয়া জোটের সংঘবদ্ধ লড়াইয়ের জন্য বিজেপি বিরোধী ভোট ভাগের সম্ভাবনা কম।তাই গেরুয়া শিবির অনেক অঙ্ক কষে এভাবে এগোনোর চেষ্টা করছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

Related Articles