মণিপুরে উগ্রপন্থী সংগঠন থেকে ২ মহিলাকে উদ্ধার
Two women rescued from extremist outfit in Manipur

Truth Of Bengal: মণিপুরে জঙ্গি দমন ক্রমশ কার্যকর হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর আরও তৎপর হয়েছে নিরাপত্তা বাহিনী ও পুলিশ। অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মিতে (পিএলএ) নিয়োগপ্রাপ্ত দুই মহিলাকে উদ্ধার করেছে মণিপুর পুলিশ। মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ৮ মার্চ কাকচিং জেলার কাকচিং বাজার এবং থৌবাল জেলার ওয়াংবাল লাইকন এলাকা থেকে নাবালকদের উদ্ধার করা হয়। একই দিনে, পুলিশ কাকচিং বাজার থেকে দুইজন পিএলএ ক্যাডারকেও গ্রেফতার করে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, তারা নিষিদ্ধ সংগঠনে মহিলাদের নিয়োগের সঙ্গে জড়িত ছিল। জানা গিয়েছে, এই সব মহিলাদের ভয় দেখিয়ে জোর করে সংগঠনে যুক্ত করা হয়েছিল।
জানা গিয়েছে, ওই দুই মহিলাকে ৮ মার্চ কাকচিং বাজার (কাকচিং জেলা) এবং ওয়াংবাল লাইকো (থৌবাল জেলা) থেকে উদ্ধার করা হয়। একই দিনে, কাকচিং বাজার থেকে দুই পিএলএ জঙ্গিকেও গ্রেফতার করা হয়, যারা এই মহিলাদের নিয়োগের সঙ্গে জড়িত ছিল। ধৃত জঙ্গিদের নাম মইরাংথেম রোমেন সিং এবং নংমাইথেম মহেন্দ্র সিং। সেই সঙ্গে, ইম্ফল পশ্চিম জেলার হাওবাম মেরাক এলাকা থেকে দুই কেসিপি (পিপলস ওয়ার গ্রুপ) জঙ্গিকেও গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি গ্রেনেড জব্দ করা হয় বলে জানা গিয়েছে।
ইম্ফল পূর্ব জেলার কেইরাও ওয়াংখেম এলাকা থেকে নিঙ্গোম্বাম বনবন সিং নামে পরিচিত ইউপিপিকে সংগঠনের এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তথ্য অনুযায়ী, ধৃত জঙ্গি একজন সরকারি আধিকারিক। বেসরকারি কোম্পানি এবং সাধারণ মানুষের কাছ থেকে তোলাবাজির সঙ্গে জড়িত ছিলেন তিনি। তাঁর কাছ থেকে একটি .৩২ পিস্তল, ম্যাগাজিন এবং ৮টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি একটি বড় অভিযানে, আসাম রাইফেলস এবং সেনাবাহিনী যৌথভাবে চুরাচাঁদপুর জেলায় ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি (ইউকেএনএ) এর অস্থায়ী শিবির ধ্বংস করেছে। তথ্য অনুযায়ী, চারটি কুঁড়েঘর বিশিষ্ট এই শিবিরটি অবস্থিত ছিল সোংফু গ্রামের জঙ্গলে। ৮ মার্চ শিবিরটি ধ্বংস করা হয়।