ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়ি, মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে প্রবল ভিড়ের মধ্যে পদপিষ্টের ঘটনা
Trampled in Mumbai's Bandra station amid heavy rush

Truth of Bengal: ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়ি। মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে প্রবল ভিড়ের মধ্যে পদপিষ্টের ঘটনা। আহত হন অন্ততপক্ষে ৯ জন। স্থানীয় হাসপাতালে চিকিতসাধীন আহতরা। আহতদের মধ্যে ৭ জন স্থিতিশীল হলেও গুরুতর জখম দুজন। রবিবার ভোর প্রায় ৫ টা বেজে ৫৬ মিনিট। বান্দ্রা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য যাত্রীদের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি।
বান্দ্রা-গোরক্ষপুর এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকতে না ঢুকতেই আগে ট্রেনের কামরায় ওঠার চেষ্টা চালান সকলে একসঙ্গে। স্বাভাবিকভাবেই সেই হুড়োহুড়ির জেরে ঘটে যায় বিপত্তি। বৃহন্মুম্বই কর্পোরেশন সূত্রে খবর, দেওয়ালি উপলক্ষে বাড়ি ফেরার জন্য ট্রেন ধরতে যাচ্ছেন সকলে। প্ল্যাটফর্মেই ভিড়ের পরিস্থিতির মধ্যে পড়ে যান সকলে।
তখনই পদপিষ্ট হয়ে আহত হন ৯ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন দুজন। এই দুর্ঘটনার পরই আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। ৯ জন আহতের মধ্যে ৭ জনের অবস্থা স্থিতিশীল বলে জানা যায়। ইতিমধ্যেই দুর্ঙগটডনা ঘটনার মুহূর্তের ভিডিও শোস্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে।
সেই ভিডিওতে দেখা যায়, ট্রেন ধরার যাত্রীদের হুড়োহুড়ি। এমনকি কিছুতে ভিডিওতে রক্তাক্ত অবস্থায় যাত্রীদের প্ল্যাটফর্মের উপর পড়ে থাকতেও দেখায় যায়। তাঁদের প্রত্যেককেই উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশের আধিকারিকা। আহতদের সেখান থেকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশের কর্মীরা। উদ্দারকাজে এগিয়ে আসেন অন্যান্য যাত্রীরা। আহতরা প্রত্যেকেই গোরক্ষপুরের বাসিন্দা।