দেশ

ঝাড়খণ্ডে রেল দুর্ঘটনা! মৃত ২

Train accident in Jharkhand! 2 dead

Truth Of Bengal: প্রথমে ওড়িশা, তারপর ঝাড়খণ্ড। দুটি জায়গাতেই একই রকমভাবে রেল দুর্ঘটনায় চাঞ্চল্য। দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল ট্রেনের ইঞ্জিনে। দুটি ঘটনাতেই মৃত্যু হয় দুই ট্রেন চালকের। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৪ জন। ঝাড়খণ্ডের সাহেগঞ্জের ভোগনাদি জেলায় ঘটে এই ঘটনা। মঙ্গলবার এই দুর্ঘটনার সময় ছিল ভোর সাড়ে ৩টে। একের পর এক এই রেল দুর্ঘটনার জেরে স্বাভাবিকভাবে রেল নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

জানা যাচ্ছে, এনটিপিসির একটি মালগাড়ি কয়লা বোঝাই করে ফারাক্কা থেকে মামলমাটিয়ার দিকে রওনা হয়েছিল। সেটি সিগন্যালের জন্য বার হতেই অপেক্ষারত অবস্থায় ছিল। ওই একই লাইন ধরে উল্টোদিক থেকে চলে আসে অপর একটি মালগাড়ি।

সেই মালগাড়িটি সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা মালগাড়িটিতে। তীব্র সংঘর্ষের জেরে লাইনচ্যুত হয় দুটি মালগাড়িই। ইঞ্জিনে ঘটে আগুন ধরে যাওয়ার মতো ঘটনা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে দমকল পৌঁছয়। দমকল কর্মীদের ততপরতায় দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আসে। একজন ট্রেন চালকের দেহ উদ্ধার করা সম্ভব হলেও অপর মালগাড়ির চালকের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি, শেষ পাওয়া খবর অনুযায়ী। সেইসঙ্গে আহতরা প্রত্যেকেই রেলকর্মী ও সিআরপিএফ জওয়ান বলে রেল সূত্রে খবর।

পরিস্থিতি খতিয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। এই দুর্ঘটনায় লাইনের যথেষ্ট পরিমানে ক্ষতি হওয়ায়, তা ঠিক করতে সময় লাগবে অন্ততপক্ষে দুই থেকে তিনদিন। যার জেরে আশঙ্কা, এই কয়েকদিন ব্যাহত হতে পারে ওই অঞ্চলের মালগাড়ি পরিষেবা।

Related Articles