মর্মান্তিক পথ দুর্ঘটনা তেলেঙ্গানায়, ডিভাইডারে ধাক্কা লেগে মৃত্যু বিধায়কের
Tragic road accident in Telangana

The Truth Of Bengal : মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ যায় তেলেঙ্গানার বিধায়ক লাস্য নন্দিতার। দুর্ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের সাঙ্গারেডি জেলার আমিনপুর মহকুমার সুলতানপুর আউটার রিং রোডে। রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় বিধায়কের গাড়ি। গুরুতর ভাবে জখম হন বিধায়ক। উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি মাত্র ৩৭ বছর বয়সী এই বিধায়কের। মৃত্যু হয় তার। গাড়ির চালক ও গুরুতর ভাবে আহত হয়েছে। বর্তমানে গাড়ির চালক হাসপাতালে চিকিৎসাধীন।
রাজনৈতিক মহলের একজন বিশিষ্ট ব্যক্তি লাস্য নন্দিতা। ২০২৩ সালে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট থেকে বিধায়ক হওয়ার আগে ২০১৬ সালে তিনি কবিরাগুড়া পুরসভার পুরসদস্য ছিলেন। ১৯৮৬ সালে হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন ভারতীয় রাষ্ট্র সমিতির বিধায়ক লাস্য নন্দিতা।
প্রায় ১ দশক আগে তিনি রাজনীতিতে প্রবেশ করেছিলেন। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া দলে। সিনিয়র বিআরএস নেতা কেটি রামা রাও নন্দিতার আকস্মিক মৃত্যু শোক প্রকাশ করেছেন। প্রসঙ্গতও, ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ মাত্র ১০ দিন আগেও সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন লাস্য নন্দিতা। মুখ্যমন্ত্রী সভায় যোগ দিতে যাওয়ার সময় নাকরাতপল্লী এলাকায় ঘটে দুর্ঘটনা।
FREE ACCESS