দেশ

মর্মান্তিক! দুর্ঘটনায় আহতদের সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত ৪

Tragic! 4 killed after being crushed by truck while trying to help injured people in accident

Truth Of Bengal: রাজস্থানের দুঙ্গারপুর জেলার সাবলা থানার কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। আহত হয়েছেন আরও ৮ জন। শনিবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সাবলা থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার রঘুবীর সিং জানান, একটি ছোট গাড়িতে করে কয়েকজন একটি বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। পিন্ডাওয়াল-হিলাওদি এলাকার কাছে সেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে একটি শিশু-সহ সকলেই কমবেশি আহত হন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা সেই সময়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আহতদের দেখে তাঁরা সাহায্যে এগিয়ে আসেন এবং অ্যাম্বুল্যান্সে তোলার চেষ্টা করেন। ঠিক তখনই একটি দ্রুত গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে এবং পরে উদ্ধারকারীদের পিষে দেয়।

সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ৪ জনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তিরাও একটি বিয়েবাড়ি থেকে ফিরছিলেন এবং দুর্ঘটনার শিকার গাড়িটি দেখে সাহায্যে এগিয়ে এসেছিলেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত গাড়িগুলি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকের চালক পলাতক। তাকে ধরতে তল্লাশি চলছে।

Related Articles