ত্রিপুরায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম চান পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ
Saurav wants an international cricket stadium in Tripura

বিক্রম কর্মকার, ত্রিপুরা : দু’দিনের ত্রিপুরা সফরে এলেন ত্রিপুরার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার রাতে আগরতলা মহারাজা বীরবিক্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোজা আগরতলা রাজবাড়িতে আসেন। ত্রিপুরা সরকারের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসাডরের যে চুক্তি হয়েছিল তার ফাইল আদান-প্রদান শেষে সাংবাদিক সম্মেলনে নিজের প্রতিক্রিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, শুধু পর্যটন নয়, প্রোমোট করতে হবে ত্রিপুরা ক্রিকেটকেও। ত্রিপুরায় একটি আন্তর্জাতিক মানের ভাল স্টেডিয়াম গড়ে উঠুক তা চান তিনি। ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমে যদি ভারতীয় ক্রিকেট দল কিংবা বিশ্বের অন্যান্য ক্রিকেট দল আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারে তা হলে ত্রিপুরা কেন পারবে না?
ত্রিপুরার পর্যটন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরীকে মঞ্চে বসিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় আরও বলেন, ত্রিপুরায় ক্রিকেটের উন্নতির জন্য প্রয়োজনে তিনি সহায়তার হাত বাড়িয়ে দেবেন। ত্রিপুরার উদীয়মান ক্রিকেটার মণিশঙ্কর মুড়াসিং-এর প্রশংসা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৯৮৮ সালে ত্রিপুরার মাটিতে তাঁর খেলতে আসার কথা। ওই সময় বাংলার হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্ট খেলতে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই এখন ত্রিপুরায় পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেকে গর্বিত মনে করেন। এটা তার কাছে বড় পাওনা বলেও জানান তিনি।
১২ ডিসেম্বর সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথমে গোমতী ত্রিপুরা জেলা ছবিমুড়া এরপর আগরতলা উজ্জয়ন্ত প্যালেস তথা রাজবাড়িতে ত্রিপুরার পর্যটনকে নিয়ে ভিডিয়ো শ্যুট করবেন। এরপর তিনি ত্রিপুরা থেকে কলকাতায় চলে যাবেন। ত্রিপুরার পর্যটন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরি এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার প্রশংসা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
FREE ACCESS