দেশ

দুপুর ১টা পর্যন্ত  দেশের ৯৩আসনে ভোট পড়ল প্রায় ৪০শতাংশের কাছে,এগিয়ে বাংলা

Till 1:00 pm, voting in 93 constituencies of the country was close to 40 percent, followed by Bengal

The Truth of Bengal: লোকসভা ভোটের তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের ৪টি আসনের মতোই গুজরাটের ২৫টি,গোয়ার ২টি,  অসমের ৪টি, বিহারের ৫টি, ছত্তীসগঢ়ের ৭টি, কর্নাটকের ১৪টি, মধ্যপ্রদেশের ৯টি, মহারাষ্ট্রের ১১টি, উত্তরপ্রদেশের ১০টি, দাদরা, নগর হাভেলি, দমন ও দিউতে ১টি আসনে ভোটগ্রহণ চলছে। প্রথম দুই দফায় ভোটদানের হার গত বারের তুলনায় কম ছিল। তৃতীয় দফায় ভোটদানের  ট্রেন্ড আশানুরূপ নয় বলে অনেকে মনে করছেন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, দুপুর ১টা পর্যন্ত দেশের ৯৩ আসনে ভোট পড়ে ৩৯.৯২ শতাংশ। পশ্চিমবঙ্গে ভোটদানের হার প্রায় ৫০শতাংশের কাছে।সেখানে আরও জানা গেছে,গোয়ায় ৪৯শতাংশ ছাড়িয়ে গেছে ভোটদানের হার। এছাড়াও মধ্যপ্রদেশে ৪৪.৬৭ শতাংশ, অসমে ৪৫.৮৮ শতাংশ,ছত্তীসগঢ়ে ৪৬.১৪ শতাংশ, কর্নাটকে ৪১.৫৯ শতাংশ, উত্তরপ্রদেশে ৩৮.১২ শতাংশ, গুজরাতে ৩৭.৮৩ শতাংশ, বিহারে ৩৬.৬৯ শতাংশ ভোট পড়েছে বলে জানা যাচ্ছে।

Related Articles