দেশ

পান্না টাইগার রিজার্ভ ফরেস্টে বাঘের আক্রমণ, আহত ১

Tiger attacks in Panna Tiger Reserve Forest, 1 injured

Truth Of Bengal: পান্না টাইগার রিজার্ভ ফরেস্টের মূল এলাকা থেকে বেরিয়ে আবাসিক এলাকায় পৌঁছে এক মহিলার উপর আক্রমণ বাঘের। তবে, সৌভাগ্যের বিষয় তাঁর সঙ্গে থাকা মহিলারা কোনওভাবে তাঁর জীবন রক্ষা করেন এবং গ্রামবাসীদের সহায়তায় তাঁকে আহত অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে যান। সম্প্রতি পান্না টাইগার রিজার্ভের পাশ্ববর্তী জনবসতিতে বাঘের প্রবেশ দেখা যাচ্ছে। এর আগেও বাঘের আক্রমণের ঘটনা-সহ প্রাণহানির খবরও প্রকাশ্যে এসেছে। এর ফলে আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ।

জানা গিয়েছে বনের মধ্যে ৩০ বছর বয়সি আশা পালের ওপর একটি বাঘ হামলা চালায়। তাঁর চিৎকার শুনে সঙ্গে থাকা মহিলারা ছুটে গিয়ে দেখতে পান, বাঘটি আশাকে আক্রমণ করছে এবং তাঁকে মাটিতে ফেল ওপরে চেপে বসেছে। বিভীষিকাময় দৃশ্য দেখে সঙ্গে থাকা মহিলারা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। যার ফলে বাঘটি বিভ্রান্ত হয়ে  পড়ে। এসময় মহিলারা পাথর ছুড়তে থাকেন, এতে বাঘটি ভয় পেয়ে পালিয়ে যায়। সহকর্মীরা আহত মহিলাকে কাঁধে তুলে গ্রামে নিয়ে এসে পুরো পরিস্থিতি খুলে বলেন। এতেই রক্ষা পায় ওই মহিলার জীবন।

পান্না জেলায় এটি তৃতীয় ঘটনা, যেখানে বাঘ একজন মহিলাকে আক্রমণ করেছে। ঘটনাটি ঘটেছে বিক্রমপুর গ্রামের রাজস্ব সীমার মহুয়া বাগারে। যেখানে ছাগল চরাতে যাওয়া বিক্রমপুরের বাসিন্দা রাজেশ পালের ৩০ বছর বয়সি স্ত্রী আশাকে বাঘ আক্রমণ করে। আহত মহিলাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে দেখতে এদিন জেলা হাসপাতালে পৌঁছন পান্না টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টর অঞ্জনা সুচিতা তিরকি। জখম মহিলাকে সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, পার্ক থেকে বের হওয়া বাঘের ওপর ব্যবস্থাপনার কর্মীরা সার্বক্ষণিক নজরদারি করবেন এবং পার্কের আশেপাশের এলাকায় সভা-সমাবেশ করে মানুষকে সচেতন করা হবে।