দেশ

ঘুষের টাকা ভাগ করছেন তিন ট্রাফিক পুলিশ

Three traffic policemen are sharing bribe money

Truth of Bengal: উর্দিধারী পুলিশ কর্মী করেছেন ঘুসের টাকা বাটোয়ারা। এমনই ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে ট্রাফিক পুলিশকর্মীরা ঘুষের টাকা নিজেদের মধ্যে ভাগ করছে। এই ঘটনার সামনে আজকেই অস্বস্তিতে পড়েছে দিল্লি পুলিশ। ঘটনার নেপথ্যে যারা রয়েছেন তাদেরকে খুঁজে বার করা হয়েছে। এই ঘটনা নেপথ্যে রয়েছেন তিনজন ট্রাফিক পুলিশ।

তাদের সবাইকে ইতিমধ্যে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ঘুষের কারবারের এই ঘটনা ঘটেছে দিল্লির গাজিপুরে। যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে তিনজন পুলিশ বসে টাকা গুনে নিজেদের মধ্যে ভাগ করে নিলেন সে টাকা অবশ্য পকেটেও ঢোকালেন। চেকপোস্টের এই ঘটনা একেবারে সাড়া ফেলে দিয়েছে।

উর্দি পড়া অবস্থিতে কেন তারা এভাবে ঘুষির কারবার করে কালিমা লিপ্ত করল উর্দিকে তা নিয়ে নানান প্রশ্ন উঠছে । এই ভিডিও প্রকাশ্যে আসার পর দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা জানিয়েছেন , প্রাথমিক তদন্তের পর তিনজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এই তিনজনের মধ্যে দুজন ছিলেন এএসআই ও হেড কনস্টেবল । তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

Related Articles