অমিত শাহের ছেলে পরিচয় দিয়ে মণিপুরের বিধায়কদের কাছ থেকে টাকা দাবি, ধৃত ৩
Three arrested for posing as Amit Shah's son and demanding money from Manipur MLAs

Truth Of Bengal: উত্তরাখণ্ড থেকে তিন যুবককে গ্রেফতার করল মণিপুর পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে পরিচয় দিয়ে মণিপুরের বেশ কয়েকজন বিধায়ককে ফোন করে ৪ কোটি টাকা দাবি করে। অভিযুক্তরা বিধায়কদের মুখ্যমন্ত্রী করার বিনিময়ে তাঁদের কাছ থেকে ৪ কোটি টাকা দাবি করেছিল। উল্লেখ্য, মণিপুরে, গত মাসে এন বীরেন সিং মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন, যার পরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়।
জানা গিয়েছে, এন বীরেন সিং-এর পদত্যাগের পর, রাজ্যের অনেক বিধায়কের কাছে ফোন এসেছিল, যেখানে ফোনের ওপারের ব্যক্তি নিজেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ হিসাবে পরিচয় দিয়ে বলেছিলেন। তাঁরা যদি ৪ কোটি টাকা দেন তবে তাঁদের মুখ্যমন্ত্রী করা যেতে পারে। এরপর এই বিষয় নিয়ে পুলিশে অভিযোগ জানানো হলে তদন্ত শুরু হয়।
পুলিশ জানিয়েছে, তদন্তের পর, উত্তরাখণ্ড থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তিনজনকেই ইম্ফলে আনা হয়েছে। অভিযুক্তদের নাম উয়াইস আহমেদ, বাসিন্দা উত্তর প্রদেশের নিধৌরি কালান, গৌরব নাথ, বাসিন্দা দিল্লির গাজিপুর এবং প্রিয়াংশু পন্থ। এদিকে, রাষ্ট্রপতি শাসন জারির পর নিরাপত্তা বাহিনী ও মণিপুর পুলিশ জঙ্গি দমন অভিযানে তৎপরতা বাড়িয়েছে। যার জেরে নিষিদ্ধ সংগঠনের জঙ্গিদের গ্রেফতারের সংখ্যাও বেড়েছে। এরই মধ্যে দু’টি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠন কাঙ্গলেইপাক কমিউনিস্ট পার্টির একটি অস্থায়ী শিবির থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ইম্ফল পশ্চিমের তেরা উরাক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সন্দেহভাজনদের কাছ থেকে অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ইম্ফল পূর্বের খুরাই চিংগাবাম এলাকা থেকে একই সংগঠনের সঙ্গে যুক্ত আরও দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে। মণিপুর পুলিশ নিষিদ্ধ সংগঠন প্রেপেকের সঙ্গে যুক্ত একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। সন্দেহভাজনরা মণিপুরের কাকচিং এবং বিষ্ণুপুর জেলার লোকদের কাছ থেকে টাকা আদায়ের সঙ্গে জড়িত ছিল।