এবার নিলামে উঠবে রাষ্ট্রপতিদের উপহার সিধান্ত রাষ্ট্রপতির
This time, the President's gifts will be auctioned

The Truth of Bengal: ৪ লক্ষাধিক টাকা থেকে শুরু নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবির দাম। ৫ হাজার টাকা রবীন্দ্রনাথের শোলার মূর্তির বেস প্রাইস। থাঙ্কা পেন্টিং এর ওয়াল হ্যাঙ্গিং এর প্রারম্ভিক মূল্য ১ লক্ষ ২ হাজার টাকা। ৩ হাজার টাকা হাওড়া ব্রিজের রেপ্লিকার মূল্য। ভগবান বুদ্ধেরর মূর্তির দাম ৮২ হাজার টাকা। রাষ্ট্রপতি ভবন বিভিন্ন রাষ্ট্রপতির প্রাপ্ত উপহার নিলাম করবে। ৫ আগস্ট থেকে শুরু হবে নিলাম প্রক্রিয়া। ২৬ আগস্ট পর্যন্ত চলবে এই নিলাম। রাষ্ট্রপতি পদে দু’বছর মেয়াদ পূর্ন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
তিনি সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি ভবনের প্রাপ্ত উপহার এবার বিক্রি করে দেওয়া হবে। ইতিমধ্যেই খোলা হয়েছে ই-অকশন পোর্টাল। অনলাইনে যে কোনও ক্রেতাই দর হাঁকতে পারবেন। ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকেই ভারতীয় রাষ্ট্রপতিদের উপহারে ভরে গিয়েছে রাষ্ট্রপতি ভবন। এবার থেকে নিয়ম করে উপহার বাবদ পাওয়া নানাবিধ দ্রব্য নিলাম করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবন কি প্রাপ্ত উপহার বিক্রি করে অর্থ উপার্জন করতে পারে? এই প্রশ্ন উঠছে। দেশের উন্নয়নেই ওই উপার্জিত অর্থ ব্যবহার করা হবে এমনটাই বক্তব্য রাষ্ট্রপতি ভবনের। মূলত শিশুকল্যাণে দান করা হবে বিভিন্ন তহবিলে।
কয়েক বছর আগেই গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি যে উপহার পেয়েছিলেন, তার কিছু অংশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল। তিনবার এরকম নিলাম থেকে ২২ কোটি টাকা সংগ্রহ করেছিল সরকার। সরকারি বিবৃতি জারি করে বলা হয়েছিল, নমানি গঙ্গে প্রকল্পে ওই টাকা যাবে। এবার রাষ্ট্রপতি ভবনে মোদির সেই মডেলই গ্রহণ করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু ১৯৪৩ সালে যে ইউনিফর্মে আন্দামানে পা দিয়েছিলেন, সেই পোশাক পরিহিত একটি ছবি দ্রৌপদী মুর্মু উপহার পেয়েছিলেন। প্রথম দফার যে নিলাম তালিকা, সেখানে সর্বপ্রথম প্রদর্শনী হিসেবে সেটিই স্থান পেয়েছে। এবং প্রারম্ভিক মূল্য ৪ লক্ষ ২ হাজার টাকা।