দেশ

এবার নিশানায় রাহুল গান্ধী, সাংসদকে ‘জিম ট্রেনার’ বলে কটাক্ষ কঙ্গনার

This time Rahul Gandhi is under attack, Kangana takes a dig at the MP, calling him a 'gym trainer'

Truth Of Bengal: কঙ্গনা রানাওয়াত। বরাবরই তিনি মুখরা, মুখের উপর কোনো কথা বলতেই পিছপা হন না। যা তৈরি করে ব্যাপক বিতর্ক। ফের একবার করা ভাষায় আক্রমণ করলেন অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাওয়াত। এবার কঙ্গনার নিশানায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধীকে ‘জিম ট্রেনার’ বলে কটাক্ষ করেন কঙ্গনা।

সমাজ মাধ্যমে পোস্ট করে কঙ্গনা বলেন, “এই লোকটা সংসদে হাতের পেশি দেখাতে দেখাতে আসেন। সংসদে বিজেপি সাংসদদের উপর রাহুল গান্ধী হামলা করেছেন। যেন ‘জিম ট্রেনার’। এবার তো লোকজনকে ধাক্কা, ঘুষিও মারলেন। কোনও সম্মান নেই।” পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্গনা আরও বলেন, “ভীষণ লজ্জাজনক। আমাদের একজন সাংসদের মাথায় আঘাত লেগেছে, সেলাইও পড়েছে। কংগ্রেস আজ সংসদ পর্যন্ত হিংসা পৌঁছে দিয়েছে।” কার্যত এই ভাষাতেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তুলোধোনা করলেন কঙ্গনা।

বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকর কে করা মন্তব্য নিয়ে সরব হয়েছে বিরোধীরা। নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। এরপর থেকেই বারংবার উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ। বৃহস্পতিবার সংসদের অন্দরে সরকার ও বিরোধীপক্ষের ধস্তাধস্তি বাঁধে। এর জেরে সংসদের মধ্যেই বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গী আহত হয়েছেন বলে অভিযোগ। ষড়ঙ্গীর অভিযোগ, সংসদ ভবনের মকর দ্বারের সামনে তাঁকে ধাক্কা মেরেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন রাহুল। আর এই বিষয়েই রাহুল গান্ধীকে এক হাত নিলেন সদ্য রাজনীতির ময়দানে পা রাখা কঙ্গনা রানাওয়াত।

Related Articles