এবার আর পাহাড় জঙ্গল নয়, আজ আপনাদের জানাবো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত মহারাষ্ট্রের ভাজরাইয়ের অপার সৌন্দর্যের কথা
This is no longer a mountain forest, today I will tell you about the immense beauty of Bajrai, the highest waterfall in India.

The Truth Of Bengal: ভাম্বাবলি ভাজরাই জলপ্রপাত সাতারা জেলার পশ্চিম মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রের উর্মোদি নদী থেকে ভাম্বাবলি ভাজরাই জলপ্রপাতের উৎপত্তি। জলপ্রপাতটি উর্মোদি নদীর উপর অবস্থিত, এটির জল উল্লম্ব শিলা থেকে সোজা নিচে গিয়ে পড়ে। এই জলপ্রপাতটির তিনটি ধাপ রয়েছে এবং বারো মাসই জলপ্রপাতটি প্রবাহিত হয়, বর্ষাকালে বেশি জল প্রবাহিত হতে দেখা যায় এই জলপ্রপাতে। এই জলপ্রপাতটির উচ্চতা ১৮৪০ ফুট বা ৫৬০ মিটার হওয়ায় এটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হিসাবে পরিচিত। সাপ্তাহিক ছুটি কাটানোর জন্য একটি অপূর্ব স্থান হল এই ভাম্বাবলি ভাজরাই জলপ্রপাত। এমনকি মহারাষ্ট্রের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম। তবে শুধু এই জলপ্রপাতই নয় এর চারপাশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান।
এই জলপ্রপাতের অনতিদূরেই রয়েছে কাস লেক এবং কাস মালভূমি। এই কাস লেকে আপনি ইচ্ছে করলে নৌকাবিহার করতে পারেন। এরজন্য খরচা হবে মাত্র ঘন্টা প্রতি ৬০০টাকা। এছাড়া কাস মালভূমির বিস্তীর্ণ প্রান্তে ফুটে থাকে বিভিন্ন ধরণের ফুলের সমাহার। আপনি ইচ্ছে করলে আপনার প্রিয়জনের সঙ্গে একান্তে বেশ কিছুক্ষণ কাটাতে পারেন। জলপ্রপাতের চারপাশে একটি রোমাঞ্চকর ট্রেকিং করতে পারেন। আর ভারতের সর্বোচ্চ জলপ্রপাত এর মনোরম প্রাকৃতিক দৃশ্যও উপভোগ করে নিজের চোখকে আরাম দিতে পারবেন। আপনি যদি একটি রোমান্টিক জায়গা খুঁজছেন যেখানে প্রিয়জনের সাথে পৌঁছে যেতে চান, তাহলে ভাম্বাবলি ভাজরাই জলপ্রপাত একটি চমৎকার স্থান। চারদিকে সবুজে ঘেরা এই জলপ্রপাত আপনার রোমান্টিক ভ্রমণকে বিশেষ করে তুলবে। হাত ধরে জলপ্রপাতের চারপাশে ঘুরে বেড়ান অথবা বসে বসে দৃশ্য উপভোগ করুন দুজনে।এছাড়াও যারা ফটোগ্রাফি পচ্ছন্দ করেন তাদের জন্য আদর্শ স্থান হল এই জলপ্রপাত। সুউচ্চ জলপ্রপাত থেকে যখন বরফগলা জল নীচে নেমে আসে তখন তা নিজের ক্যামেরায় বন্দি করতে বহু পর্যটক এই স্থানে ঘুরতে আসে। এই জলপ্রপাতকে ঘিরে সবুজ এবং সৌন্দর্য নিঃসন্দেহে আপনার ছবিগুলির মর্যাদা যে অনেক গুন বাড়িয়ে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না।ফলে অনেক স্থানীয় মানুষ, ছাড়াও বহু পর্যটক প্রকৃতির সাথে একান্ত হতে এবং তাদের পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাতে এই জলপ্রপাতটি পরিদর্শন করেন।
ভাজরাই জলপ্রপাতে বিভিন্ন পরিবহনের মাধ্যমে সহজেই পৌঁছানো যায়। আকাশপথে পুনে হল এই স্থানের নিকটতম বিমানবন্দর। তারপর জলপ্রপাত পর্যন্ত একটি গাড়ি ভাড়া করে প্রায় ৪ ঘন্টার মধ্যে সহজেই চলে যেতে পারেন। রেলপথে সাতারা রেল স্টেশন নেমে প্রায় ঘন্টা দেড়েক জার্নি করলেই আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যস্থলে। অন্যদিকে, কাছের সাতারা শহর থেকে এই জলপ্রপাতটির দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। সেক্ষেত্রে বাসে অথবা গাড়ি ভাড়া করে সহজেই আপনি কম খরচে ভাজরাই জলপ্রপাত পৌঁছাতে পারেন। ভাম্বাবলি জলপ্রপাত পরিদর্শনের উপযুক্ত সময় হল সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস। বর্ষাকালে ভাজরাই জলপ্রপাতের বিশাল রূপ দেখা যায়। বর্ষাকালীন আবহাওয়ায় এই স্থানের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। যদিও সারা বছর জল প্রবাহিত হয়, এবং গ্রীষ্মকলে পর্যটক কমই আসে। সেপ্টেম্বর এবং অক্টোবর বেশিরভাগ ভিড় হয় কারণ মানুষ ভাজরাই থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে কাস পাথর দেখার জন্য আসেন এই অঞ্চল পরিদর্শনে। তাই, ভারতের সবচেয়ে উঁচু এই জলপ্রপাতটি দেখতে এই বছর পুজোর ছুটি আপনি বেছে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
FREE ACCESS