দেশ
Trending

হুড়মুড়িয়ে ভাঙল দিল্লির মেট্রো স্টেশনের দেওয়াল , আতঙ্কিত যাত্রীরা

The wall of the Delhi metro station was broken by the panicked passengers

The Truth Of Bengal : বৃহস্পতিবার সকালে রাজধানী দিল্লিতে বড়সড় দুর্ঘটনা। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের পিঙ্ক লাইনে অবস্থিত গোকুলপুরী মেট্রো স্টেশনের একাংশ দেওয়াল ধসে বিপত্তি। সকাল ১১ টার সময় যখন এই দুর্ঘটনা ঘটে তখন যানবাহন চলাচল করছিল রাস্তায়। মেট্রো স্টেশন প্ল্যাটফর্মের যে দেওয়াল রয়েছে, সেই দেওয়ালের বড়ো একটি অংশ হুড়মুড়িয়ে আচমকাই ভেঙে পড়তে দেখে পথচারীরা, এবং তারা আতঙ্কিত হয়ে পড়েন।

প্ল্যাটফর্মে ভেঙে পড়া অংশটি মেট্রো স্টেশনের বাইরের দিকের দেওয়ালের অংশ। সেই কারণে বেশিরভাগই ভাঙা চাঁই পড়ে যায় রাস্তায়। যার জেরে আরও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় স্টেশনের মধ্যে থাকা যাত্রীরা। তবে এই ঘটনায় বেশ কয়েকজনই আহত হয়েছেন। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ধ্বংসস্তুপে চাপা পড়ে থাকে বেশ কয়েকটি  মোটরবাইক।  ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি পৌঁছয়। পৌঁছয় দিল্লি পুলিশও। তবে সঠিকভাবে এখনও স্পষ্ট নয় যে এই দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন।

কিছুদিন আগেই নতুন  করে তৈরি হয়েছে দিল্লি মেট্রোর গোলাপি রুট। এমন অবস্থায় প্রশ্ন উঠছে মেট্রো স্টেশনের মান নিয়ে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এই দুর্ঘটনার ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, মেট্রো স্টেশনের নীচেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক ধ্বংসাবশেস। ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েচে ওই এলাকা। চলছে ধ্বংসস্তুপ সরানোর কাজ। দুর্ঘটনার পরপরই বন্ধ হয়ে যায় ডিএমআরসি শিব বিহার এবং গোকুলপুরীর রুট।

Free Access

 

 

Related Articles