এমপক্স নিয়ে আশঙ্কার আবহের মধ্যেই নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
The Union Health Ministry has issued guidelines in the midst of fears about MPOX

Truth Of Bengal: সাধারণ মানুষের মনে এমপক্স নিয়ে আশঙ্কা তৈরির আবহের মধ্যেই এবার কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে সতর্ক করে একটি নির্দেশিকা জারি করল। নির্দেশিকায় জানা গেছে, এমপক্স সংক্রমণের বিষয়টি চিহ্নিত করে কড়া নজরদারি চালাতে হবে। নির্দেশিকায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, কেউ সংক্রামিত হলে বা সংক্রামিত হয়েছেন বলে সন্দেহ হলে তাঁকে দেরি না করে তৎপরতার সাথে আইসোলেশনে রাখার ব্যবস্থার নির্দেশ জারি করা হয়েছে। সে জন্য হাসপাতালে বিশেষ ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে নির্দেশিকায়।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, দেশে আক্রান্তের দিকটিতেও নজর দেওয়া হচ্ছে। বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে বিদেশ থেকে আক্রান্ত হয়ে কেউ দেশে ফিরছেন কিনা সেই দিকেও নজরদারি বাড়ানো হয়েছে। নির্দেশিকায় আতঙ্কের বিষয়টি গা থেকে ঝেড়ে ফেলতে বলা হয়েছে। জানা যাচ্ছে এই রোগের লক্ষণগুলি হল ত্বকে র্যাশ, জ্বর। এখনও পর্যন্ত ১৮ থেকে ৪৪ বছর বয়সি পুরুষদের মধ্যেই এই রোগ ধরা পড়েছে বলে খবর আসছে। সাধারণত, যৌন সংসর্গের মাধ্যমেই ছড়ায় এই রোগ। তা ছাড়াও এই রোগটি এক জনের থেকে অন্য জন সংক্রামিত হতে পারেন।
এর আগে অগাস্ট মাসে এই এমপক্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এরপর থেকে সংক্রমণ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতে এখনও পর্যন্ত এমপক্সে আক্রান্ত ৩০ জনের খোঁজ মিলেছে।