দেশ

মুম্বইয়ের গণপতি বাপ্পার পুজোর থিম ‘আরজিকর কাণ্ড’, ভাইরাল ভিডিয়ো

The theme of Ganpati Bappa Puja in Mumbai is 'Arjikar Kanda'

Truth Of Bengal : সৌভাগ্য, সমৃদ্ধি আর বুদ্ধির দেবতা হলো গনেশ। গণেশকে সকলে সিদ্ধিদাতা হিসাবে চেনেন। কোন কাজের সফলতা পেতে গেলে গণেশ পূজা করা অবশ্যই জরুরি। সমস্ত শুভ কাজে পুজো করা হয়ে থাকে গনেশকে। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থী তে মেতে উঠেছিল গোটা দেশ।

সেই গনেশ চতুর্থীতেই মুম্বাইয়ের বাসিন্দা শুভম বনমালা জনক গনেশের মূর্তির থিম তৈরি করেছেন। গণেশের থিমটি ছিল আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ এবং খুনের ঘটনা। এই থিম করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন মুম্বাইয়ের বাসিন্দা।

তিনি জানিয়েছেন, ” এই বছরের থিমটি আরজিকর মেডিকেল কলেজের ঘটনাকে কেন্দ্র করে তৈরি। ৯ আগস্ট কলকাতায় একজন চিকিৎসক ছাত্রীর সাথে একটি নৃশংস ঘটনা ঘটেছিল। এরপর থেকে মহিলাদের নিরাপত্তা নিয়ে একটি বড় প্রশ্ন চিহ্ন উঠেছিল। প্রশ্ন ওঠে মহিলারা কি কর্মক্ষেত্রে আদেও নিরাপদ? এই ঘটনাটি আমি গণেশের থিমের দ্বারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখনো পর্যন্ত অপরাধী শাস্তি পায়নি। ইতিমধ্যেই তিলোত্তমার সাথে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অপরাধীর করা শাস্তি চেয়ে পথে নেমেছে সাধারণ মানুষ। আমিও চাই তিলো তোমার ন্যায় বিচার পাক। আমার এই থিমের মাধ্যমে আমি বার্তা দিতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব নির্যাতিতা বিচার পাক।”

Related Articles