
Truth Of Bengal, Barsa Sahoo : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে নানা ধরনের ভিডিও। কিছু ভিডিও হয় মজার যা আপনাকে হাসায় আবার কিছু হয় মন খারাপ করা ভিডিও। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, রাজস্থানের হনুমানগড়ের অজয় ভাদু নামের একজন শিক্ষক একটি দলিত ছাত্রকে একটি শ্রেণিকক্ষের মধ্যে নির্মমভাবে লাঞ্ছিত করছেন। ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে তা দেখে তাজ্জব সকলে।
राजस्थान के हनुमानगढ़ के ग्राम पंचायत बहलोंलनगर के राजकीय विद्यालय के टीचर अजय भादू द्वारा दसवीं कक्षा के एक दलित बच्चे के साथ बुरी तरह से मारपीट करने का मामला आया सामने।
मारपीट की घटना स्कूल के सीसीटीवी में कैद वीडियो हुआ वायरल। pic.twitter.com/Gf6TzdABK8
— Ambedkarite People’s Voice (@APVNews_) October 20, 2024
ফের এক মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, রাজস্থানের হনুমানগড়ের বহলোলনগর গ্রামের একটি সরকারি স্কুলের শিক্ষক দশম শ্রেণির ছাত্রকে চুল ধরে টেনে নিয়ে গিয়ে নির্দয়ভাবে লাঠি দিয়ে মারছেন। এই ঘটনার ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ইতিমধ্যে কর্তৃপক্ষ বিষয়টির তদন্ত শুরু করছেন। অভিভাবক সহ এলাকাবাসীদের অনুমান শিক্ষকের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিভাবকরা তাঁদের বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় করছেন।