দেশ

সুপ্রিম কোর্টে খারিজ মহুয়ার দ্রুত শুনানির আর্জি!

The Supreme Court rejected Mahua's request for a quick hearing!

The Truth Of Bengal : সাংসদ পদ খারিজ হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মহুয়া মৈত্র। দ্রুত শুনানির আর্জি জানিয়ে মামলা করেছিলেন মহুয়া মৈত্র। তবে শীর্ষ আদালত মহুয়ার সেই আবেদন খারিজ করে  দিয়েছে। মহুয়ার বিরুদ্ধে  লোকসভায় টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগ ওঠে। এথিক্স কমিটির সুপারিশেই সাংসদ পদ খারিজ হয়ে যায় তাঁর। প্রসঙ্গত, গত ৮ই ডিসেম্বর সাংসদ পদ খারিজ হয় মহুয়ার।

এরপরই  বুধবার বিচারপতি সঞ্জয় কিষেণ কলের বেঞ্চে এ নিয়ে দ্রুত শুনানির আর্জি জানান মহুয়ার আইনজীবী অভিষেক মনু সিংভি। কিন্তু সেই আবেদন খারিজ করে দ্রুত শুনানি সম্ভব নয় বলে জানায় সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে বলা হয়, মামলাকারী চাইলে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে পারেন। বিচারপতি কলের নির্দেশ মেনে এর পরই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আবেদন করেন মহুয়ার আইনজীবী।

দু-একদিনের মধ্যেই শুনানির আর্জি জানানো হয় তাঁর তরফে বলে খবর। যাতে প্রধান বিচারপতি বলেন, “ইমেল মারফত আবেদন করুন। সেই মতোই এবার ইমেলে আবেদন করা হয়েছে। আবেদন পেয়ে প্রধান বিচারপতি কোন সিদ্ধান্তের কথা জানায় সেদিকেই তাকিয়ে মহুয়া মৈত্র।

 

FREE ACCESS

Related Articles