দেশ

শুরু হল সুপ্রিম শুনানি

The Supreme Court has started

Truth Of Bengal : 

  • কত ক্ষণের সিসি ক্যামেরার ফুটেজ সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা পুলিশ?: রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, সাত-আট ঘণ্টার ফুটেজ দেওয়া হয়েছে সিবিআইকে।
  • নির্যাতিতার ছবি ব্যবহার নিয়ে নির্দেশ দেবে সুুপ্রিম কোর্ট : প্রধান বিচারপতি
  •  প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানান, সিবিআই রিপোর্টে যা দিয়েছে, তা খুবই উদ্বেগের।
  • জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ বলেন, “ঘটনাস্থলে যাঁরা ছিলেন, তাঁদের নাম জমা দিতে চাই সিবিআইকে। যাঁদের সেখানে থাকার দরকার ছিল না, তাঁরাও ছিলেন। এখনই এটা প্রকাশ্যে আনতে চাই না।”
  • তদন্ত-রিপোর্ট পড়ে প্রধান বিচারপতি বলেন, “আমরা তদন্ত রিপোর্ট দেখেছি। যে বিষয়গুলি নিয়ে প্রশ্ন উঠেছিল, তদন্তে সেগুলি উঠে এসেছে।”

  • সিবিআইয়ের দেওয়া রিপোর্ট পড়ে তাঁর পর্যবেক্ষণ, “সিবিআইয়ের তদন্ত ঘুমিয়ে যায়নি। তারা তদন্ত করছে। তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে।” একই সঙ্গে তিনি বলেন, “তদন্ত চলছে। এই অবস্থায় রিপোর্ট প্রকাশ্যে এলে তদন্তপ্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে।”
  • সিবিআইয়ের জমা দেওয়া রিপোর্ট পড়ে দেখছেন প্রধান বিচারপতি। সিবিআইয়ের উদ্দেশে তাঁর প্রশ্ন, চার্জশিট জমা দিতে কত দিন সময় লাগবে?
  • আরজি কর-কাণ্ডে তদন্তের অগ্রগতি জানিয়ে ফের ‘স্টেটাস রিপোর্ট’ জমা দিল সিবিআই। রিপোর্ট পড়ে দেখছেন তিন বিচারপতি।
  • ‘লাইভ স্ট্রিমিং’ বা সরাসরি সম্প্রচার বন্ধ নিয়ে রাজ্যের আর্জি খারিজ করলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তিনি বলেন, “আমরা সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলতে পারব না। এটা জনস্বার্থ মামলা।”
  • শুরু হল সুপ্রিম শুনানি। নির্দেশ মতো আজ মুখ বন্ধ খামে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। কী থাকবে তাতে? তা নিয়ে চলছে চর্চা।
  • বসল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। আরজি কর মামলার শুনানি শুরু হচ্ছে সুপ্রিম কোর্টে।
  • কিছু ক্ষণ পরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে আরজি কর মামলার শুনানি শুরু হবে। তার আগে এজলাসে উপস্থিত হলেন বিভিন্ন পক্ষের আইনজীবীরা।
  • রাজ্যের আইনজীবী কপিল সিব্বল, মেনকা গুরুস্বামী।
  • কেন্দ্রের সলিসিটর জেনারেল (এসজি) তথা সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা, কানু আগরওয়াল।
  • নির্যাতিতার পরিবারের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, শামিম আহমেদ।
  • জুনিয়র ডাক্তারদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের’ আইনজীবী ইন্দিরা জয়সিংহ।
  • চিকিৎসকদের সংগঠন ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের’ আইনজীবী করুণা নন্দী, সব্যসাচী চট্টোপাধ্যায়।
  • রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী সিদ্ধার্থ লুথরা, বাঁশরী স্বরাজ।
  • বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরীর আইনজীবী মহেশ জেঠমলানী।
  • জনস্বার্থ মামলাকারী বিজয়কুমার সিঙ্ঘলের আইনজীবী ফিরোজ এডুলজি।
  • প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের দিদি প্রমীলার আইনজীবী ফিরদৌস শামিম।
  • ফের আলোচনার কেন্দ্রে লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর-মামলা শুরু হওয়ার পরেই রাজ্যের আইনজীবী কিছু বলার জন্য প্রধান বিচারপতির বেঞ্চের কাছে ৫-১০ মিনিট সময় চান। প্রধান বিচারপতি বলেন, “নির্দেশ অনুযায়ী বলবেন। কেউ হঠাৎ বলতে উঠবেন না।”
  • প্রধান বিচারপতির বেঞ্চের কাছে শুনানির সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং বন্ধের আর্জি জানান। নিজের আর্জির ব্যাখ্যায় তিনি বলেন, “এই মামলার সঙ্গে যুক্ত মহিলা আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের রেপুটেশন (ভাবমূর্তি) রয়েছে। বলা হচ্ছে, আমরা নাকি কোর্টে হাসাহাসি করছি। ধর্ষণ এবং অ্যাসিড ছোড়ার হুমকি দেওয়া হচ্ছে।”

Related Articles