অপরাধীকে ধরতে অদ্ভুত কাণ্ড পুলিশের, চারচাকা নিয়ে এমার্জেন্সি করিডোরে এন্ট্রি পুলিশের
The strange act of the police to catch the criminal

The Truth of Bengal: হাসপাতালের ভিতরে আচমকাই ঢুকে পড়ল চার চাকা গাড়ি। এমনই একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই দৃশ্য যেন থ্রি ইডিয়টসের সেই সিনটার কথা মনে করিয়ে দিল। মনে পড়ে সেই রাজুর বাবা যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন রাজুর দুই বন্ধু র্যাঞ্চো ও ফারহান হাইওয়ে দিয়ে স্কুটির মাঝে বসিয়ে তাঁকে নিয়ে গিয়েছিল হাসপাতালে। স্কুটি পুরো ঢুকিয়ে দিয়েছিল হাসপাতাল ওয়ার্ডের ভিতরে। তবে এই ক্ষেত্রে কোন অসুস্থ রোগীকে সুস্থ করার জন্য ওই চার চাকা পুলিশের গাড়ি ঢোকেনি হাসপাতাল ওয়ার্ডে। তারা এক অভিযুক্তকে ধরতে এইভাবে ঢুকে পড়ে। তাও আবার যে কোন হাসপাতালের ঘটনা নয়। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের ঋষিকেশের এইমসে।
The cops drove their car inside AIIMS Rishikesh.pic.twitter.com/rZDkCvHipM
— Divya Gandotra Tandon (@divya_gandotra) May 22, 2024
আসলে ওই হাসপাতালের এক মহিলা চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল হাসপাতালেরই এক অফিসারের বিরুদ্ধে। ওই অভিযুক্ত যাতে এইমস চত্বর ছেড়ে পালাতে না পারে সেই কারণে পুলিশ সোজা গাড়ি নিয়ে অভিযুক্তকে পাকড়াও করতে হাসপাতালের এমার্জেন্সি করিডোরে ঢুকে পড়ে। ভিডিয়ো তে দেখা যাচ্ছে রুগীরা যারা বেডে শুয়ে ছিলেন তারাও উঠে বসে দেখছে একি কাণ্ড হচ্ছে। কিছু পুলিশ ও হাসপাতাল কর্মীরা রুগীদের বেড সরিয়ে গাড়িটিকে সামনের দিকে এগোতে সাহায্য করছে।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ঋষিকেশের এইমসে থাকা এক মহিলা চিকিৎসককে শুধু শ্লিলতাহানি করে থেমে থাকেননি অভিযুক্ত সতিশ কুমার। তাঁকে অশ্লীল এমএমএস ও পাঠিয়েছিলেন তিনি। এর পরেই এই ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে শুরু হয় অন্যান্য চিকিৎসকদের প্রতিবাদ। ডিনের অফিসের বাইরে অনেকেই ধর্নায় বসেন অবিলম্বে ওই অভিযুক্ত কে হাসপাতালের চাকরি থেকে বরখাস্ত করতে হবে পাশাপাশি পুলিশকে দ্রুত গ্রেফতার করতে হবে এই দাবিও তোলেন তারা। হাসপাতালের বাইরে যেহেতু বিক্ষোভ চলছিল সেই কারণেই পুলিশ গাড়ি নিয়ে সোজা এমার্জেন্সি করিডোরে ঢুকে পড়ে ওই অভিযুক্তকে গ্রেফতার করে। একই সঙ্গে ওই অভিযুক্তকে ঋষিকেশের এইমসের তরফে চাকরি থেকেও বরখাস্ত করা হয়।