দেশ
Trending

শিব সেনার আসল মালিক একনাথ শিণ্ডেই, স্বীকৃতি মহারাষ্ট্রের স্পিকারের, বড় ধাক্কা উদ্ধব শিবিরে              

The real owner of Shiv Sena is Eknath Shinde, the recognition of the Speaker of Maharashtra, a big blow to the Uddhav camp

The Truth Of Bengal: বিধানসভায় শিন্ডে গোষ্ঠীই আসল শিবসেনা। যখন বালাসাহেব পুত্র বিধানসভা থেকে শিন্ডে শিবিরের বিধায়কদের পদ খারিজের আর্জি জনিয়েছিলেন, তার রায়ে বিধানসভার স্পিকার জানিয়ে দিলেন ওই গোষ্ঠীই আসল শিবসেনা। কার্যত এই রায় বড় ধাক্কা উদ্ধব শিবিরের জন্য।

শিব সেনার আসল মালিক একনাথ শিণ্ডেই। নির্বাচন কমিশনের পর এবার স্বীকৃতি দিয়ে দিলেন মহারাষ্ট্রের স্পিকার রাহুল নরভেকর। বুধবার শিব সেনার দুই শিবিরের বিবাদ প্রসঙ্গে মহারাষ্ট্রের স্পিকার সাফ জানিয়ে দিলেন, একনাথ শিণ্ডেই শিব সেনার আসল নেতা। তাঁকে সরানোর ক্ষমতা উদ্ধব ঠাকরের নেই। কার্যত এই রায় বড় ধাক্কা উদ্ধব শিবিরের জন্য।

আচমকা নিখোঁজ, সেখান থেকে ফিরে আসা ও উদ্ধবের হাত ছেড়ে গেরুয়া শিবিরের হাত ধরা, পরিস্থিতিতে চাপে পড়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে উদ্ধব ঠাকরের সরে দাঁড়ানো। শিন্ডের কার্যকলাপ মহারাষ্ট্রের রাজনীতিতে যে নাটকীয় পটপরিবর্তন ঘটিয়েছিল, তার রেশ জারি এখনও। গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত হয়ে একনাথ শিন্ডে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেও, শিন্ডে শিবিরের বিধায়কদের পদ খারিজের আর্জি জানিয়েছিলেন বালাসাহেব পুত্র উদ্ধব। কিন্তু ফল হল উল্টো। স্পিকার রাহুল নারওয়েকার জানালেন, বিধানসভায় শিন্ডে গোষ্ঠীই আসল শিবসেনা। ওই গোষ্ঠীর বিধায়কদের পদ খারিজ করা যাবে না। স্পিকারের যুক্তি, শিন্ডেকে বৈধ ভাবেই শিবসেনার পরিষদীয় দলনেতা হিসেবে যুক্ত করা হয়েছিল। ওই দলের ১৯৯৯ এর সংবিধান অনুযায়ী দলের সভাপতি তাঁকে অপসারণ করতে পারেন না। অর্থাৎ উদ্ধবের সেই এক্তিয়ার নেই। সঙ্গেই স্পিকার বলেছেন, ঠাকরে শিবির এমন কোনও তথ্য দিতে পারেনি, যাতে প্রমাণিত হয় শিন্ডে শিবির ও বিজেপি মিলিতভাবে কাজ করছিল। স্পিকারের সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে দাবি করছেন ঠাকরে শিবিরের নেতা নেত্রীরা।

Free Access

Related Articles