রাশিয়া সফর সেরে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
The Prime Minister returned home after completing his visit to Russia

Truth Of Bengal: দু’দিনের রাশিয়া সফর শেষে দিল্লি ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে তিনি কাজানে ১৬ তম ব্রিকস সম্মেলনে অংশ নিয়েছেন। ব্রিকস সম্মেলনের ফাঁকে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাৎও করেছেন।
#WATCH | Prime Minister Narendra Modi emplanes for Delhi after attending the 16th BRICS Summit in Kazan, Russia.
(Source: DD News) pic.twitter.com/gF6bE4ZId2
— ANI (@ANI) October 23, 2024
তিনি রাশিয়ার কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলনকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রাশিয়ার জনগণ এবং তাদের সরকারকে তাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তাঁর X-এ রাশিয়া সফরের ঝলক শেয়ার করেছেন। রাশিয়া সফরের সময়, প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার সভাপতিত্বে কাজানে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের দুটি অধিবেশনে ভাষণ দিয়েছেন।
The BRICS Summit in Kazan was very productive. Had the opportunity to discuss diverse issues and meet various world leaders. I thank President Putin, the Russian people and Government for their hospitality. Here are the highlights. pic.twitter.com/1guOhvA2Q7
— Narendra Modi (@narendramodi) October 23, 2024
X-এ শেয়ার করা ভিডিওটিতে প্রধানমন্ত্রী মোদি বলেন, “কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলনটি অত্যন্ত ফলপ্রসূ ছিল। বিভিন্ন বিষয়ে আলোচনা করার এবং বিভিন্ন বিশ্ব নেতাদের সাথে দেখা করার সুযোগ পেয়েছি। আমি রাষ্ট্রপতি পুতিন, রাশিয়ার জনগণ এবং সরকারকে তাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই। হাইলাইটগুলি।”
X-এ প্রধানমন্ত্রী মোদীর শেয়ার করা ভিডিওতে তাঁকে কাজানের ব্রিকস সম্মেলনে অংশ নিতে দেখা গিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী মোদি ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকাত মির্জিওয়েভ সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সাথে সাক্ষাৎ করছেন।