দেশ
Trending

সোনার দাম বাড়তে পারে ১৮,০০০ টাকা ! কেনা-বেচা নিয়ে কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ?

The price of gold may increase by 18,000 rupees! What are the experts advising on buying and selling?

The Truth Of Bengal: সম্প্রতি লোকসভায় বাজেট পেশ করা হয়েছে। আর সেই বাজেটেই উল্লেখ করা হয়েছে সোনার দাম কমছে। কিন্তু, সোনার দাম বৃদ্ধি পেতে পারে প্রায় ১৮ হাজার টাকা ? আর এবার এই নিয়েই ক্রেতাদের মনে উঠছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে ২৪-র লোকসভা নির্বাচনের পর এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে সোনার দাম কমে যাওয়া একটি ইতিবাচক দিক। ফলে, সোনা কেনার সঠিক সময় এটি।

যদি দিল্লির দিকে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে, ২৪ ক্যারট সোনার দাম ৯৯৯ ও ৯৯৫ বিশুদ্ধতার জন্য প্রতি ১০ গ্রামে ৬৮,১০০ এবং ৬৭,৮০০ টাকা। তবে, বাজেটের জেরে যেখানে বাজারে সোনার দাম কমেছে, সেখানে দাম বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব মার্কেটের এক বিশেষজ্ঞ। সর্বেন্দ্র শ্রীবাস্তব নামক ওই গবেষণকের বক্তব্য- ” স্পট মার্কেটে, MCX হার সোনার আসল দাম নয়, কারণ এতে মুদ্রা বিনিময় হার এবং শুল্কও জড়িত। বর্তমানে, লন্ডন বুলিয়ন এক্সচেঞ্জে সোনার দাম, যেখান থেকে পুরোটা দাম নেয়, ৩ হাজার কিন্তু আমরা নিই ২৪০০-এর কাছাকাছি। সুতরাং, এই ৬০০ পয়েন্টের ব্যবধান পূরণ করতে সোনার দাম ১৮,০০০ টাকা বাড়ার সুযোগ রয়েছে। ”

আর এই বিষয়ে ওয়াকিবহাল করতে ক্রেতাদের উদ্দেশে তিনি জানিয়েছেন, বর্তমান সময়ে সোনা জমিয়ে রাখা উচিত। বাজার মূল্য ৭২,০০০ টাকায় পৌঁছলে তবেই সোনা বিক্রি করার পরামর্শ দিয়েছেন তিনি।

Related Articles