ধ্যানমগ্ন প্রধানমন্ত্রীর ছবি সম্প্রচার নয়, কমিশনে আর্জি বিরোধীদের
The picture of the meditative Prime Minister is not broadcast, but the opposition appeals to the commission

The Truth of bengal: প্রধানমন্ত্রীর ধ্যানে বসা নিয়ে নিয়ে ইতিমধ্যে কটাক্ষ করতে শুরু করেছেন বিরোধী নেতারা। এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ সিপিএম এবং কংগ্রেস। প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়ার ছবি যাতে টেলিভিশনে সম্প্রচারিত না হয়, সেই বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ দফার ভোটের ৪৮ ঘণ্টা আগে কন্যাকুমারীতে ধ্যানে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে চলছে বিতর্ক।
বুধবার তামিলনাডু সিপিএমের রাজ্য সম্পাদক কে বালকৃষ্ণণ দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে একটি চিঠি দেন। তাতে তিনি লেখেন, মোদি ব্যক্তিগত ভাবে কোথাও ধ্যানে বসতেই পারেন। কিন্তু প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়া বিভিন্ন প্রচারমাধ্যমে সরাসরি সম্প্রচারিত করা হলে দেশে সপ্তম দফা ভোটের আগে তা নির্দিষ্ট একটি দলকে বিশেষ সুবিধা পাইয়ে দেবে। কমিশনের আদর্শ আচরণবিধি ভঙ্গ হতে পারে তাতে। আর তা আটকাতে প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়ার ছবি টেলিভিশনে সম্প্রচার বন্ধ রাখার আর্জি জানান বালকৃষ্ণণ।
অন্যদিকে, একই দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেসও। রণদীপ সুরজেওয়ালা, অভিষেক মনু সিঙ্ঘভি এবং সৈয়দ নাসির হুসেনের মতো তিন বড় মাপের কংগ্রেস নেতা কমিশনের দফতরে যান। কংগ্রেসের তরফে কমিশনকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। কংগ্রেসের দাবি, মোদির ধ্যানে বসার ছবি সরাসরি সম্প্রচারিত হলে দেশে শেষ দফার ভোটের আগে কমিশনের আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হবে।
প্রধানমন্ত্রীর ধ্যানে বসা নিয়ে বৃহস্পতিবার কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। যাদবপুরে মেগা পদযাত্রা শুরু করার আগে তিনি বলেন, ‘দেখবেন প্রচার শেষ হলেই কোথাও না কোথাও বসে পড়েন। ধ্যান করবেন করুন। তার জন্য ক্যামেরা নিয়ে যাবেন কেন?’