দেশ

অসমের বন্যায় বাড়ছে মৃতের সংখ্যা    

The number of dead in Assam floods is increasing

The Truth of Bengal: বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত অসম। ১২ লক্ষেরও বেশি মানুষজন বন্যার কবলে পড়েছে। জলের নীচে প্রায় কয়েক হাজার গ্রাম। এই ভয়াবহ বন্যার জেরে শুক্রবারই ওই রাজ্যে প্রায় সাত জনের মৃত্যুর খবর সামনে এসেছে। সেইসঙ্গে অসমে বাড়ল বন্যায় মৃতের বেড়ে দাঁড়াল ৯০। তবে আসাম প্রশাসন সূত্রে খবর, আগের থেকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পর্যন্ত তা যথাযথ নয়। প্রায় ৩২ হাজার হেক্টর চাষের জমি বন্যকবলিত। ঘর ছাড়া হাজার হাজার মানুষজন।

এই পরিস্থিতিতে উদ্ধারকাজে নেমেছে অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাদের রিপোর্টেই উঠে এসেছে, অসমের গোয়ালপাড়া জেলাতে নৌকাডুবির মতো ঘটনাও। যেখানে ৫ জনের মৃত্য হয়েছে। এই ৫ জন ছাড়াও আরও ২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন নগাঁও-এর বাসিন্দা ও অপরজন জোরহাটের বাসিন্দা। যার জেরেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০-এ।

রাজ্যের একাধিক জেলায় নদীর জল কমলেও, ধুবড়ি, তেজপুর ও নেমাটিঘটে এখনও বিপদসীমার উপর দিএ বয়ে চলেছে ব্রহ্মপুত্র। এগুলি ছড়াও আরও একাধিক নদীর জল বিপদসসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। সেই সমস্ত বিপদসীমার উপর দিয়ে বয়ে চলা নদীগুলির দু কূল ছাপিয়ে তা আশেপাশের এলাকা প্লাবিত করেছে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত প্রায় ৩ লক্ষ মানুষ ঘরছাড়া। যাদের মধ্যে ৩১৬ জন আশ্রয় নিয়েছে ত্রানবিবিরে। প্রায় সাড়ে ছয় লক্ষের বেশি পশু বিপাকে পড়েছে বন্যায়। উদ্ধার করা হয়েছে ১৩৫ টি পশুকে।

Related Articles