দেশ

রামনগর নাম বদলে যাচ্ছে, রাম-নামে অ্যালার্জি বলে অভিযোগ

The name of Ramnagar district was changed to Bangalore South District

The Truth of Bengal: কর্নাটকের রামনগর জেলার নাম বদল হতে চলেছে। রামনগর জেলার নাম পরিবর্তন হয়ে বেঙ্গালুরু দক্ষিণ জেলা নাম করার প্রস্তাব দেওয়া হয়েছে। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন মন্ত্রিসভা নাম পরিবর্তনের প্রস্তাবে সিলমোহর দিয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিজেপি। রামনগরের নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে কংগ্রেস সরকারকে আক্রমন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। তাঁর বক্তব্য, রামের নামে অ্যালার্জি আছে কংগ্রেসের।

এর আগে বিজেপি শাসিত রাজ্জ্যগুলিতে বিশেষ করে উত্তর প্রদেশের মতো রাজ্যে একাধিক জায়গার নাম বদল করা হয়েছে। মুসলিম ছোঁয়া আছে এমন জায়গার নাম বদলে দেওয়া হয়েছে। মোঘল আমলের একাধিক জায়গার নাম বদলে দিয়েছে বিজেপি সরকার। এবার উলটপুরাণ। কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটকে রামনগর জায়গাটির নাম বদলে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বাড়ি রামনগর জেলায়। ২০২৩ সালে তিনি রামনগরের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন। গতকাল মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্ব মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকেই রামনগর জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। রামনগর জেলার নাম পরিবর্তন হয়ে বেঙ্গালুরু দক্ষিণ জেলা হচ্ছে। এই বিষয়ে কর্নাটকের আইনমন্ত্রী এইচকে বলেন, ‘জনগণের দাবি মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম পরিবর্তন ছাড়া এই জেলার সব কিছু আগের মতোই থাকবে।‘

যদিও রামনগরের এই নাম পরিবর্তন নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, “রাম, রামমন্দির এমনকি রামের নামেও অ্যালার্জি রয়েছে কংগ্রেসের। এই সিদ্ধান্তই তার প্রমাণ। আমরা যখন রামমন্দির নির্মাণ করছিলাম, তখন থেকেই তাদের মধ্যে এটা দেখা যাচ্ছিল। রামনগরের নাম পরিবর্তন করে কংগ্রেস প্রমাণ করে দিল যে তারা রামের বিরুদ্ধে।‘ বিজেপির এই আক্রমণের জবাবে পাল্টা কিছু বলেনি কংগ্রেস।

Related Articles