নৃশংসতার চরম সীমা! শিশুর গলা কেটে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে
The mother is accused of murder by slitting the child's throat

Truth Of Bengal : তিন বছরের মেয়েকে গলা কেটে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিহারের মুজফ্ফরপুরে। জানা গিয়েছে শুক্রবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না মা এবং মেয়েকে। নিখোঁজদের খোঁজে সন্ধান চলছিল চারিদিকে। শনিবার তাদের দুইজনকে খোঁজার সময় বাড়ির কাছের জিমতে থেকে ট্রলি ব্যাগ উদ্ধার করেন স্থানীয়রা। ব্যাগ খুলতেই উদ্ধার হয় নাবালিকা দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার মৃত নাবালিকার বাবা বাড়িতে ছিলেন না । পরে যখন তিনি বাড়ি ফেরেন,তখন দেখেন তার মেয়ে – বউ বাড়িতে নেই। তিনি আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তিনি জানতে পারেন মেয়েকে নিয়ে ঔষুধ কিনতে গিয়েছেন তার স্ত্রী। সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও তারা বাড়ি না ফেরায় আবার শুরু হয় খোঁজাখুঁজি। পরের দিন বাড়ির কাছের জিমিতে ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় মেয়ের দেহ। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশেষ ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড।
নাবালিকার দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার সময় থেকেই মৃত নাবালিকার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি তার ফোনও বন্ধ রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে গয়না আধার কার্ড এবং প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে চলে গেছেন তিনি। তারা মনে করছেন বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নিজের মেয়েকে খুন করেছে ওই মহিলা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই মহিলার মোবাইল টাওয়ার এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনায় পুলিশের এসএইচও রাম প্রসাদ বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি। ওই মহিলা কোথায় রয়েছেন, তা মোবাইলের লোকেশন দেখে জানার চেষ্টা চলছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই ট্রলি ব্যাগটি মহিলার ভাইয়ের।”