দেশ
Trending
মোদিকে প্রণাম করতে গিয়ে নীতিশ কুমারের সঙ্গে যে ঘটনা ঘটল
The incident that happened with Nitish Kumar while bowing to Modi

The Truth Of Bengal: দিল্লিতে এনডিএ-র বৈঠক চলছে। এই বৈঠকে নরেন্দ্র মোদিকে নেতা হিসাবে বেছে নিয়েছেন এনডিএ-র সাংসদরা। এদিন বৈঠকে নরেন্দ্র মোদি, নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, চিরাগ পাসওয়ান সহ বিভিন্ন শরিক দলের নেতারা অংশগ্রহণ করেন।
এদিন একে-একে বক্তব্য রাখেন এনডিএ-র শীর্ষ নেতারা। বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল ইউনাইটেড এর নেতা নীতিশ কুমার তাঁর বক্তব্যের পর নরেন্দ্র মোদিকে প্রণাম করতে যান। তবে সঙ্গে সঙ্গে তাঁকে ধরে নেন নরেন্দ্র মোদি। নীতিশ কুমারের হাত ধরে নেন মোদি।
পাশাপাশি এলজেপি নেতা চিরাগ পাসওয়ান নরেন্দ্র মোদিকে প্রণাম করতে গেলে তাকে বুকে জড়িয়ে ধরেন। আজ এনডিএ-র বৈঠকে এরকম নানান সৌজন্যে ছবি উঠে আসে। আর সেই ছবি ফ্রেমবন্দি হয়।