দেশ

মহিলা হোস্টেলে তরুণীর গলা কেটে খুন, পলাতক অভিযুক্ত

The girl's throat was cut in the women's hostel, the accused is absconding

The Truth of Bengal: ভয়ঙ্কর এক হত্যাকাণ্ডের সাক্ষী থাকে বেঙ্গালুরু। মহিলা হোস্টেলে প্রবেশ করে এক তরুণীর গলার নলি কেটে খুনের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মৃত ওই তরুণীর নাম কৃতী কুমারী। বিহারের বাসিন্দা তিনি। বেঙ্গালুরুতে একঠি বেসরকারী সংস্থায় কর্মরত ছিলেন তিনি। সূত্রের খবর, মঙ্গলবার রাত প্রায় ১১.১০ থেকে ১১.৩০ টার মধ্যে ওই মহিলা হোস্টেলে প্রবেশ করেন।

হোস্টেলের তিনতলায় একটি ঘরের বাইরে হামলা চালায় অভিযুক্ত ওই যুবক। অভিযুক্তের সঙ্গে ছিল ধারালো অস্ত্র। সেই ধারালো অস্ত্র দিয়েই কৃতির উপর হামলা চালায় অভিযুক্ত। ওই তরুণীর গলার নলি কেটে হত্যা করে অভিযুক্ত যুবক তাকে। এই ঘটনার ঘটানোর পরই ঘটলনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত।

এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তরুণীর দেহ উদ্ধার করে ময়লনাতদন্তে পাঠানোর পাশাপাশি খুনের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সেইসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। চলছে পলাতক অভিযুক্তকে শণাক্ত করার চেষ্টা।

Related Articles