দেশ

হিমাচলে ৬বিধায়কের পদ খারিজের সিদ্ধান্ত বহাল, সুপ্রিমকোর্টের নির্দেশে স্বস্তি কংগ্রেস সরকারের

The decision to dismiss the posts of 6 MLAs in Himachal is upheld

The Truth of Bengal: দলবদলুদের শিক্ষা দিতে বিধায়ক পদ খারিজ করেন হিমাচলের স্পিকার কুলদীপ সিং পঠানিয়া।কংগ্রেসের ৬বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তাঁরা ২৯ফেব্রুয়ারি কংগ্রেস সরকারের অর্থবিলকে সমর্থন করেননি। ৬৮সদস্যের হিমাচলপ্রদেশ বিধানসভায় জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ বিধায়কের সমর্থন।কিন্তু কংগ্রেসের ৬ বিধায়ক বেঁকে বসায় হিসেব পাল্টে যায়। তার আগে ২৭ফেব্রুয়ারি রাজ্যসভার ভোটের সময় অভিযুক্তরা ক্রস ভোটিং করে বলে দাবি কংগ্রেসের। তাই স্পিকার তাঁদের বিধায়ক পদ খারিজ করে দেন  ।এরপর ৬বিধায়ক  বিহীত চেয়ে সুপ্রিমকোর্টে যায়।

বিচারপতি সঞ্জীব খন্না,দীপঙ্কর দত্তের ডিভিসব সেই আবেদন নাকচ করে দিয়েছে।ফলে বিদ্রোহী বিধায়কদের পদ খারিজের সিদ্ধান্ত বহাল রইল। তাই জনপ্রতিনিধি থাকলে চাইলে, নির্বাচনের মুখোমুখি হতে হবে  রবি ঠাকুর, রাজেন্দ্র রানা  , সুধীর শর্মা   ইন্দ্রদত্ত লক্ষণপাল  , চৈতন্য শর্মা ও  দেবেন্দ্র ভুট্টোকে।এবার উপ-নির্বাচন করতে হবে, সুজনপুর,ধরমশালা,বারসার,গগরেট,কুটলেহা ও লাহুল স্পিতি বিধানসভা কেন্দ্রে।

বিধানসভার সংখ্যার হিসেব বলছে, ৬৮ সদস্যের হিমাচল বিধানসভায় ৬জন বিধায়ক পদ হারানোয় রাজ্য বিধানসভায় বিধায়কের সংখ্যা রইল ৬২জন।  যার মধ্যে কংগ্রেসের বিধায়ক রইলেন ৩৪ জন।বিরোধী বিজেপির বিধায়ক হল ২৫। তিন নির্দলকে ভাঙিয়ে নিয়েও কংগ্রেসের সরকার বদলের ক্ষমতা বিজেপির নেই বলে পর্যবেক্ষকদের অভিমত।ইতিমধ্যেই বিক্রমাদিত্য-সহ কয়েক জন কংগ্রেস বিধায়কের সঙ্গে বিজেপির ‘যোগাযোগে’র অভিযোগ উঠেছে।তাই দলবদলের রাজনীতি সুপ্রিমকোর্টের নির্দেশে বড়সড় ধাক্কা খাবে বলে অনেকের অভিমত।আগামীদিনে, বিধায়ক কেনাবেচার আয়ারাম গয়ারাম রাজনীতির বদল এরপর হয় কিনা তাও লক্ষ্যণীয়।

Related Articles