কংগ্রেস বুথ ফেরত সমীক্ষার অনুষ্ঠানে অংশ নেবে না,কেন এই ধরণের সিদ্ধান্ত নিল হাত শিবির?
The Congress booth will not participate in the return survey event

The truth of bengal: কংগ্রেস বরাবরই বলে আসছে,এবার দিল্লিতে পরিবর্তন অবশ্যম্ভাবী।ইতিমধ্যে মল্লিকার্জুন খাড়্গে দাবি করেছেন,কংগ্রেস একাই ১২৮টির কাছে আসন পাচ্ছে।আর ইন্ডিয়া জোটের হাতে থাকবে ২৭৩-এর ওপর আসন।কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব আত্মবিশ্বাসী যে বিরোধী ইন্ডিয়া জোটই দিল্লির মসনদের নিয়ন্ত্রক হয়ে উঠবে।এরমাঝে কংগ্রেসের নেতাও মুখপাত্র পবন খেরা স্পষ্ট করেছেন,তাঁরা ১জুনের বুথ ফেরত সমীক্ষার বিতর্কে অংশ নেবে না।আমরা জানি নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট মিটে যাওয়ার পর শনিবার সন্ধ্যা ৬-৩০টার পর এই বুথ ফেরত সমীক্ষার প্রতিবেদন প্রকাশ করা হবে।সেই অনুষ্ঠানে কেন কংগ্রেস থাকবে না তাও পরিষ্কার করে দিয়েছেন পবন খেরা।
তাঁর মতে,দেশের মানুষ যে আদেশ দেবেন তা কংগ্রেস মেনে নেবে।তার আগে অনুমান সাপেক্ষে কোনও বিশ্লেষণ বা বিতর্কে অংশ নিতে চায় না গণতন্ত্রে বিশ্বাসী শতাব্দী প্রাচীন দলটি। তবে নির্বাচনের ফল প্রকাশের পর কংগ্রেস অবশ্যই যেকোনও ভোট সম্পর্কিত আলোচনায় অংশ নেবে বলেও পরিষ্কার করে দিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। উল্লেখ্য,ভোটের আগে বিজেপি বিরোধী শিবির অভিযোগ করে,জাতীয় স্তরের বহু মিডিয়া বিজেপির পক্ষে কাজ করছে।তাঁদের মালিকদের নির্দেশিত পথে নিরপেক্ষ প্রতিবেদন তৈরি করতে পারছে না।
পক্ষপাতিত্বমূলক মিডিয়ার ভূমিকা নিয়ে ইন্ডিয়া জোট আপত্তি তোলে। এরমাঝে ইন্ডিয়া জোট তাঁদের রণকৌশল ঠিক করতে ১জুন দিল্লিতে বৈঠক ডেকেছে।সেই বৈঠকে জাতীয় রাজনীতির পরিস্থিতি পর্যালোচনা করবে।অবিজেপি দলগুলো ভোটের পর কী করবে তা নিয়ে চর্চা চলবে। এবার ইন্ডিয়া জোটের তরফে দাবি করা হয়েছে,ইভিএম সুরক্ষিত রাখার বিষয়ে।বিশেষ করে ভোটের পর কেন ভোটের শতাংশ বেড়ে যাচ্ছে তাই নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে তাঁদের পক্ষ থেকে। এখন ৪জুন ফল প্রকাশের পর বিরোধীরা কী ভূমিকা নেয় সেটাও বড় লক্ষ্যণীয় বিষয়।