দেশ

‘এসি বাসে চেপে শুধু দেখে যাচ্ছেন…’ বন্যা পরিদর্শনে এসে ক্ষোভের মুখে কর্ণাটকের মুখ্যমন্ত্রী

'The Chief Minister of Karnataka, coming to inspect the flood, is just seeing while riding in an AC bus...'

Truth of Bengal: টানা বৃষ্টিতে জলমগ্ন বেঙ্গালুরুর সাই লে-আউট এলাকায় বুধবার পরিদর্শনে যান কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ও উপ-মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার। কিন্তু এই সফরটি রূপ নেয় উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে, কারণ এলাকাবাসীরা সরাসরি ক্ষোভ প্রকাশ করেন সরকার ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে।

সাই লে-আউটে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। কংগ্রেস কর্মীরা নেতাদের সমর্থনে স্লোগান দিলেও, সাধারণ মানুষ বিক্ষোভ দেখান পুরনো জলাবদ্ধতা সমস্যার সমাধান না হওয়ায়। তারা অভিযোগ করেন, প্রতিবছর একই রকম বন্যা পরিস্থিতি হয়, কিন্তু প্রশাসন শুধু ঘুরে দেখে চলে যায়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যারিকেড বসায় এবং দড়ি দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া রোধ করে। এলাকাবাসীরা এই ব্যবস্থায় ক্ষুব্ধ হন এবং বলেন, “নেতারা জনগণের মুখোমুখি হতেই চান না।”

স্থানীয়দের অভিযোগ, মুখ্যমন্ত্রী এসি বাসে বসে শুধু এলাকা ঘুরে দেখেছেন, কিন্তু বাস থেকে নেমে কারও সাথে কথা বলেননি। এতে মানুষের ক্ষোভ আরও বেড়ে যায়। এক নারী বাসিন্দা কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার ঘর, আসবাব, সব কিছু বন্যার জলে ভেসে গেছে।”

পরিদর্শনে থাকা মহাদেবপুরা বিধায়ক বায়রাথি বাসবরাজকেও ঘিরে ধরেন ক্ষুব্ধ বাসিন্দারা। এক ব্যক্তি বলেন, “আপনারা শুধু এসে ছবি তোলেন, সমাধান কিছুই হয় না!”

চাপের মুখে বিধায়ক বাসবরাজ বলেন, “পরবর্তী বর্ষার আগেই এই সমস্যার স্থায়ী সমাধান করব। যদি না পারি, আমি নিজেই পদত্যাগ করব।”

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী মঙ্গলবার মন্তব্য করেন, “বেঙ্গালুরুর নাগরিক অবকাঠামো উন্নয়নে কংগ্রেস সরকার ব্যর্থ হয়েছে। এভাবে চলতে থাকলে কর্ণাটকের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।”

পরিস্থিতি আরও পরিষ্কার যে, শুধু রাজনৈতিক সফর নয়, দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপই এখন চায় বেঙ্গালুরুর জনগণ।

Related Articles