ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে যাওয়ার সময় বাসে ধরে গেল আগুন, ৪টি বুথের ইভিএম ক্ষতিগ্রস্ত
The bus caught fire while transporting electronic voting machines, EVMs of 4 booths were damaged

The Truth Of Bengal : মঙ্গলবার ছিল ভোট।মধ্যপ্রদেশের বেতুল জেলায় সবকটি বুথেই ভোট হয়।নির্বাচন হওয়ার পর সমস্ত ইভিএম বাসে করে নিয়ে যাচ্ছিলেন নির্বাচনী আধিকারিকরা।কিন্তু মাঝপথে ঘটে বিপত্তি।দেখা যায় ইভিএম নিয়ে যে বাস যাচ্ছিল তাতে আগুন লেগে যায়।
ফলে ৪টি বুথের ইভিএম পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৭৫,২৭৬,২৭৭,২৭৮ও ২৭৯ নম্বর বুথের ইভিএম ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বাসে থাকা বাসের কর্মী বা চালক কোনরকম আহত হননি। এমনটাই জানিয়েছেন বেতুলের কালেক্টর নরেন্দ্র সূর্যবংশী।এই ঘটনাটি ঘটেছে গোলা গ্রামের কাছে।
মঙ্গলবার রাত ১১টা নাগাদ বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকায় ডাকায় দমকলকে।দমকলের কর্মীরা আগুন নেভায়। ৪টি বুথের ইলেকট্রনিক ভোটিং মেশিন নষ্ট হলেও বাকি ২টো বুথের ইভিএম সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন নরেন্দ্র সূর্যবংশী। এই বেতুলে এবার প্রায় ৭৩শতাংশ ভোট পড়েছে।এখন ৪কেন্দ্রে ইভিএম ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় আবার ভোট নিতে হতে পারে বলে নির্বাচনী আধিকারিকরা মনে করছেন।