বোনকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে খুন করল দাদা! ড্রোনে ধরা পড়ল হাড়হিম দৃশ্য
The brother killed his sister by pushing her from the mountain. The drone camera captured the horrific scene

Truth Of Bengal : ফের অনার কিলিং-এর ঘটনা! এবারের ঘটনাস্থল মহারাষ্ট্র। নিজের বোনকে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে। জানা যায়, অন্য সম্প্রদায়ের যুবকের সঙ্গে প্রেম ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়েছিল তার বোন। পরিবারের সম্মান রক্ষা করতে বোনকে খুন করল দাদা। দাদার বিরুদ্ধে অভিযোগ ঘুরতে যাওয়ার কথা বলে বোনকে নিয়ে পাহাড়ের উপর যায় অভিযুক্ত। সেই ৫০০ ফুট উঁচু পাহাড় থেকে বোনকে ধাক্কা মেরে নিচে পেলে দেয় সে। ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে ব্যাপক চাঞ্চল্য।
ঘটনাস্থল মহারাষ্ট্রের সম্ভাজিনগর। জানা যায়, বোনের বয়স ১৭ বছর। শাহগড়ের বাসিন্দা ১৭ বছর বয়সী ওই নাবালিকা। আলাদা সম্প্রদায়ের যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় তীব্র আপত্তি জানিয়েছিল তার পরিবার। খুনের আশঙ্কা করে থানায় গিয়ে নিরাপত্তার দাবি জানিয়েছিল ওই নাবালিকা। প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটনোর সবরকম চেষ্টা করা হয়েছিল পরিবারের তরফ থেকে। একাধিকবার তাকে বোঝানোরও চেষ্টা টালানো হয়েছিল। এমনকি সম্ভাজিনগরে মেয়েটির কাকার বাড়িতে পর্যন্ত তাকে রেখে আসা হয়েছিল। তবে নিজের সিদ্ধান্ত থেকে এক চুল সরতে নারাজ ছিল মেয়েটি। শেষপর্যন্ত তাকে খুনের চক্রান্ত করাব হয় পরিবারের তরফ থেকে।
জানা যায়, প্রথমে দাদার তরফ থেকে আসে পাহাড়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব। তারপর ৫০০ ফুট উঁচু পাহাড় থেকে বোনকে ঠেলে নিচে ফেলে দেওয়া হয়। বোনকে ঠেলে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেওয়ার সেই মুহূর্ত ধরা পড়েছে একটি ড্রোন ক্যামেরায়। কারণ সেইসময়ই পাশের মাঠে ক্রিকেট ম্যাচের জন্য ড্রোনের মাধ্যমে করা হচ্ছে ভিডিওগ্রাফি। তাতেই এই হাড়হিম করা দৃশ্য ধরা পড়ে। এই ভিডিওর সূত্র ধরেই অভিযুক্ত পর্যন্ত পৌঁছতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতার করা হয় ঋষিকেশ তানাজি নামের ওই অভিযুক্তকে। লাগাতার চলে জিজ্ঞাসাবাদ। জেরায় অভিযুক্ত খুনের কথা স্বীকারও করে।