দেশরাজ্যের খবর

আরজি কর কাণ্ডে জেরে চিকিৎসকদের নিরাপত্তায় ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন শীর্ষ আদালতের

The apex court has formed a national task force for the safety of doctors due to the RG Kar case

Truth Of Bengal: কলকাতার আরজি হাসপতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। পথে নেমেছে আমজনতা  থেকে চিকিৎসক মহল। এই  ঘৃণ্য ঘটনায় গত রবিবার স্বতঃপ্রণোদিত ভাবে আরজি কর কাণ্ডের মামলা হাতে নেই শীর্ষ আদালত। আজ মামলার শুনানিতে একটি টাস্ক ফোর্স গঠন করে দেন  প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ।

ন্যাশনাল টাস্ক ফোর্স কিভাবে কাজ করবে সেটাও বলে দেওয়া হয়। শীর্ষ আদালত বিভিন্ন ক্ষেতের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১০ সদস্যের  ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করে । সুপ্রিম কোর্ট জানায় স্বাস্থ্য সম্পর্কিত কর্মক্ষেত্রের উদ্দ্যেশ্য নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করতে প্রোটোকল তৈরি করবেন এই এনটিএফ।

তাঁরা দেশ জুড়ে খতিয়ে দেখবেন চিকিৎসকদের সুরক্ষার বিষয়টা। এনটিএফ থাকবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা তারা সুপারিশ করবে কিভাবে কর্মক্ষেত্র কিভাবে নিরাপদ করা যায়। কোন কোন বিষয়ে এনটিএফ কাজ তা নির্দিষ্ট করে দিল শীর্ষ আদালত। তিন সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট এবং দু মাসের মধ্যে ফাইনাল রিপোর্ট পেশ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।উল্লেখ্য, মঙ্গলবার শুনানিতে সুপ্রিম কোর্ট এই টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন।

এক নজরে আরজি কর কাণ্ডে পর্যবেক্ষণ

  • হাইকোর্ট থেকে আর জি কর মামলা গেল সুপ্রিম কোর্টে
  • সিবিআই এই মামলার স্টেটাস রিপোর্ট সুপ্রিম কোর্টকে
  • এই মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার
  • কি করছিলেন আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ? প্রশ্ন শীর্ষ আদালতের
  • তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটি আত্মহত্যার ঘটনা? প্রশ্ন সর্বোচ্চ আদালতের
  • দেরি করে দায়ের করা হয়েছে FIR, জানাল সুপ্রিম কোর্ট
  • অপরাধের জায়গা সুরক্ষিত রাখার দায়িত্ব ছিল পুলিশের
  • নিগৃহীতার সঙ্গে পাশবিক অত্যাচার করা হয়েছে : সুপ্রিম কোর্ট
  • চিকিৎসকদের সুরক্ষায় ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করছে সুপ্রিম কোর্ট
  • হাসপাতালের তরফে অভিযোগ করা হয়নি কেন?
  • হামলার রাতে একসঙ্গে এতো লোক জড়ো হয়েছিল কিভাবে?
  • এটা ভয় জাগানোর মতো ঘটনা
  • শান্তিপূর্ণ আন্দোলনে কি করে ঢুকল দুষ্কৃতীরা?
  • ‘আমরা আরও একটা ধর্ষণের জন্য অপেক্ষা করতে পারবো না’: সুপ্রিম কোর্ট
  • হাসপাতালে কি করে বহিরাগতরা ঢুকে হামলা চালাল?
  • চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করতে আবেদন সুপ্রিম কোর্টের
  • মঙ্গলবারের মধ্যে সিবিআই অবস্থান স্পষ্ট করুন
  • ছবি বাইরে ছড়াল কীভাবে: সুপ্রিম কোর্ট

Related Articles