দেশ

ট্রেন লাইন ওড়ানোর নাশকতার ছক,বানচাল হল পুলিশি তৎপরতায়, ধৃত ১

The act of vandalism to blow up the train line was thwarted by police action

Truth of Bengal: সম্প্রতিকালে বেশ কয়েকটি ট্রেন অ্যাক্সিডেন্ট ও যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ির বেলাইন হওয়ার ঘটনা উঠে এসেছে। বেশ কিছু ক্ষেত্রে নাশকতার প্রমাণও পাওয়া গিয়েছে। কখনও দেখা গিয়েছে রেললাইনের উপর রয়েছে গ্যাস সিলিন্ডার বা কখনও সিমেন্টের ব্লক, কখনও লোহার পাত। কখনও লাইনে মাটি ফেলে ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টা করা হয়েছে। চালকের তৎপরতায় বা রেলকর্মীদের প্রচেষ্টায় রুখে দেওয়া গিয়েছে বেশ কিছু দুর্ঘটনা। এবারও সেরকমই ঘটনা উঠে এল।

রেল লাইনে নাশকতা ঘটানোর জন্য রাখা হয়েছিল ডিটোনেটর। তবে রেল পুলিশের তৎপরতায় বানচাল হল ট্রেন লাইনচ্যুত করানোর ছক। ষড়যন্ত্রকারী সন্দেহে এক জনকে গ্রেফতারও করেছে পুলিশ। রেললাইনের উপর পড়ে থাকা ডিটোনেটর উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

জানা গিয়েছে, হরিদ্বার-দেরাদুন রেলপথের একটি রেললাইনের উপর রাতের অন্ধকারে কেউ বা কারা ডিটোনেটর ফেলে রেখে যায়। ডিটোনেটরটি নজরে পড়ে স্থানীয়দের। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন রেলপুলিশকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলপুলিশের আধিকারিকেরা। রেললাইন থেকে ডিটোনেটর সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর

রেলপুলিশের পাশাপাশি হরিদ্বার পুলিশও ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হয়। সেখানে দেখা যায় এক ব্যক্তি রেলওয়ে ট্র্যাকের কাছে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছে। তার পরই সেই সন্দেহভাজনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। ধৃত ব্যক্তির নাম অশোক, বাড়ি উত্তরপ্রদেশের রামপুরে। তবে কেন লাইনের উপর ডিটোনেটর ফেলে রাখা হয়েছিল, সে সম্পর্কে এখনও কোনও ধারণা মেলেনি। ধৃত যুবক ছাড়াও অন্য কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এক তদন্তকারী অফিসার।

বারবার ট্রেন দুর্ঘটান ও নাশকতার ছকের ঘটনা উঠে আসতে থাকায় প্রশ্ন উঠে এসেছে রেল সুরক্ষা নিয়েই। দেশজুড়ে প্রশ্ন উঠছে রেলমন্ত্রক কী ব্যবস্থা নিচ্ছে? প্রশ্ন উঠছে রেলমন্ত্রীর ভূমিকা নিয়েও। তবে স্থানীয়রা ডিটোনেটরটি দেখতে না পেলে বড়সড় দুর্ঘটনা ঘটত বলে মনে করা হচ্ছে।