ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরপ্রদেশে, লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের বারোটি কামরা
Terrible train accident in Uttar Pradesh, twelve rooms of Dibrugarh Express derailed

The Truth Of Bengal : উত্তর প্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। চন্ডিগড় থেকে অসমের ডিব্রুগড় যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় ডিব্রুগড় এক্সপ্রেসের দশ থেকে বারোটি বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।
ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার পর যাত্রী সুবিধার্থে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে উত্তর-পূর্ব রেলের তরফে। উত্তর-পূর্ব রেলের তরফে চালু করা হেল্পলাইন নম্বরগুলি হল – ডিব্রুগড় (৯৯৫৭৫৫৫৯৬০), তিনসুকিয়া – (৯৯৫৭৫৫৫৯৫৯), সিমালগুড়ি – (৮৭৮৯৫৪৩৭৯৮), মারিয়ানি – (৬০০১৮৮২৪১০), ফুরকাটিঙ – (৯৯৫৭৫৫৫৯৬৬) এবং কমার্শিয়াল কন্ট্রোলের জন্য (৯৯৫৭৫৫৫৯৮৪)।
এছাড়াও তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে গুয়াহাটি স্টেশনের জন্য, সেগুলি হল – (০৩৬১) ২৭৩১-৬২১ , (০৩৬১) ২৭৩১-৬২২, (০৩৬১) ২৭৩১-৬২৩।
লউখউ স্টেশনের জন্য ৮৯৫৭৪০৯২৯২ এবং গোন্ডা স্টেশনের জন্য ৮৯৫৭৪০০৯৬৫ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
একমাসের মধ্যে আরও একবার বড়সড় দুর্ঘটনার কবলে ট্রেন। গতমাসেই রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই ঘটনার একমাসের মধ্যেই এবার দুর্ঘটনার কবলে ডিব্রুগড় এক্সপ্রেস।