ভয়ঙ্কর ধস! ব্যাপক ক্ষতিগ্রস্ত বদ্রীনাথ জাতীয় সড়ক, স্তব্ধ যান চলাচল
Terrible collapse! Badrinath National Highway heavily damaged, traffic stalled

The Truth Of Bengal : এক নাগাড়ে বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিগত কয়েকদিনে একাধিক জায়গায় ধস নেমে রাস্তাঘাটও বন্ধ। আবার ভয়ঙ্কর ধস নামল সে রাজ্যে। তবে এবার বদ্রীনাথ জাতীয় সড়ক ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। যান চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। উত্তরাখণ্ডের চামোলি জেলায় এই ধসের কারণে সকাল থেকে যান চলাচল ক্ষতিগ্রস্ত।
গতকালও যেখানে রাস্তা ছিল আজ ফের বিশাল বিশাল পাথরের চাঁই! ভয়ঙ্কর ভূমিধসে এমনই বেহাল অবস্থা উত্তরাখণ্ডে। প্রবল বৃষ্টির জেরে বদ্রীনাথ জাতীয় সড়কে ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। শুধু তাই নয়, এই ঘটনায় উত্তরাখণ্ডের প্রায় ২৫০টি রাস্তা তীব্র যানজটের জেরে কার্যত স্তব্ধ। বদ্রীনাথ জাতীয় সড়কে ধসের একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে। যা রীতিমতো আতঙ্কের।
ভয়ঙ্কর ভূমিধসের কারণে উত্তরাখণ্ডের প্রায় ২৫০টি রাস্তা তীব্র যানজটের জেরে কার্যত স্তব্ধ pic.twitter.com/dYdcrrjwUm
— TOB DIGITAL (@DigitalTob) July 12, 2024
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির জেরে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে পাহাড়ি নদীগুলি। একইসঙ্গে চলছে ভূমিধস। গতকাল রাত থেকে একাধিক জায়গায় ভূমিধসের পাশাপাশি ধসে পড়ে একের পর এক বিশাল পাথর। হাড়হিম করা সেই ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় প্রকাশ করল উত্তরাখণ্ড পুলিশ। যেখানে দেখা যাচ্ছে পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়ছে বিশাল পাথরের চাঁই। এই ঘটনার জেরে বন্ধ হয়ে গিয়েছে চামোলি বদ্রিনাথ হাইওয়ে। বিপর্যস্ত উত্তরাখণ্ডের একাধিক জেলার জনজীবন। বন্ধ হয়ে গিয়েছে চারধাম যাত্রাও।