৭৫০ কোটি টাকা ব্যয়ে অযোধ্যায় রাম মন্দির জাদুঘর গড়বে টাটা সন্স
Tata Sons will build the Ram Mandir Museum in Ayodhya at a cost of Tk 750 crore

The Truth of Bengal: অযোধ্যায় রাম মন্দির জাদুঘর তৈরিতে ৭৫০ কোটি টাকা খরচ করবে টাটা সন্স। এই কাজের টাটা সন্সের প্রস্তাবকে অনুমোদন দিয়েছে উত্তরপ্রদেশের মন্ত্রিসভা। এই বিষয়ে রাজ্যের পর্যটন মন্ত্রী জয়বীর সিং বলেছেন, পর্যটন বিভাগ এই আন্তর্জাতিক স্তরের জাদুঘরের জন্য টাতা সন্সকে ৯০ বছরের জন্য জমি লিজ দেবে মাত্র ১ টাকার বিনিময়ে।
সরযূ নদীর কাছে অবস্থিত মাঝা জামথারা গ্রামে পর্যটন দফতরের জমি টাটা গোষ্ঠীর কাছে হস্তান্তর করা হবে। মোট ২৫ একর জমি দেওয়া হবে। শর্তাবলী নির্ধারণ করে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। টাটা সন্স এই মিউজিয়াম গড়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল। কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই প্রকল্পে ব্যক্তিগত আগ্রহ দেখান।
মন্দির জাদুঘরটিকে অযোধ্যা ভ্রমণকারী পর্যটকদের জন্য বিরাট আকর্ষণের হতে চলেহে বলে মনে করা হচ্ছে। প্রস্তাবিত জাদুঘরে লাইট অ্যান্ড সাউন্ড শো থাকবে। রাম মন্দির সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তুলে ধরা হবে। যেখান অনেক কিছু জানতে পারবেন মন্দির ভ্রমণে আসা পর্যটকরা। রাম মন্দির তৈরি হওয়ার পর বদলে গিয়ে অযোধ্যার ছবি। প্রতিদিন হাজার হাজার মানুষ মন্দির ভ্রমণে আসেন। ইতিমধ্যে বিমান বন্দর সহ প্রচুর হোটেল গড়ে উঠেছে সেখানে। এবার সেখানে গড়ে উঠতে চলেছে জাদুঘর। সেই জাদুঘর গড়ে তুলতে চলেছে টাটা সন্স। রাজ্য মন্ত্রীসভায় সমস্ত কিছু অনুমোদন হয়ে গিয়েছে। এবার কাজ শুরু হওয়ার অপেক্ষা। এই জাদুঘর তৈরি হয়ে গেলে বাড়তি গুরুত্ব পাবে মন্দির নগর অযোধ্যা।