
The Truth of Bengal: কাবেরীর জল ছাড়া নিয়ে ইতিমধ্যে জরুরী বৈঠক সেরে ফেলা হয়েছে। যেখানে তামিলনাড়ু ও কর্ণাটক দুই রাজ্যই নিজেদের প্রতিনিধি পাঠিয়েছিল। এ বিষয়ে জলবণ্টন কমিটির এক আধিকারিক জানিয়েছেন, বৈঠকে কর্ণাটকের পক্ষ থেকে ৩ হাজার কিউসেক জল দেওয়ার কথা বলা হয়। যেখানে তামিলনাড়ুর পক্ষ থেকে সারেবারো হাজার কিউসেক জলের দাবি রাখা হয়। এরপর দুপক্ষের মধ্যে ৫ হাজার কিউসেক জল নিয়ে চুক্তি হয়।
যা আগামী আরও পনেরো দিন তামিলনাড়ুকে দেওয়া হবে। গত আগস্ট মাসেই কাবেরীর জলবণ্টন নিয়ে সুপ্রিম কোর্ট কাবেরী জল ব্যবস্থাপনা কমিটির কাছে রিপোর্ট তলব করে। এর পরই কমিটির তরফে নির্দেশ দেওয়া হয়, ১৫ দিন তামিলনাড়ুকে প্রতিদিন ৫০০০ কিউসেক জল দেওয়া হবে। কমিটির এই সিদ্ধান্তের পরই ক্ষোভে ফেটে পড়ে কন্নর কৃষক সংগঠনগুলি। তাদের অভিযোগ, তামিলনাড়ুকে বেশি জল দেওয়া হলে তার প্রভাব পড়বে রাজ্যে। চাষবাসের ক্ষতি হবে।
এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে কর্ণাটকের মান্ড্য জেলা। রাতভর সেখানে বিক্ষোভ দেখান কৃষকরা। গত মাসের পর এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও পনেরো দিন তামিলনাড়ুকে জল দেওয়া হবে। উল্লেখ্য, কাবেরীর জলবণ্টন নিয়ে দুই রাজ্যের মধ্যে বিবাদ বহুদিনের। এর আগেও কাবেরী নদীর জল ছাড়া নিয়ে শীর্ষ আদালতের দারস্থ হয়েছিল তামিলনাড়ু। নদী কারও একার নয়। কোনও রাজ্য নদীর জলের অধিকার একা নিতে পারে না। ২০১৮ সালে কাবেরী নদীর জলবণ্টন মামলা নিয়ে এমনই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট।