জম্মু-কাশ্মীরে গণভোটের কথা বলা গুরুতর অপরাধ, জানাল ইউএপিএ ট্রাইবুনাল
Talking about referendum in Jammu and Kashmir is a serious crime, said UAPA tribunal

The Truth Of Bengal: জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়ে যাওয়ায় তা দমন করতে কেন্দ্রীয় প্রশাসন কড়া পদক্ষেপ করছে।এরমধ্যে সন্ত্রাস দমন নিয়ে কড়া আইনি পথও নেওয়া হচ্ছে।
তার মাঝে একটি লক্ষ্যণীয় রায় দিয়েছে ইউএপিএ ট্রাইবুনাল।ট্রাইবুনালের তরফে স্পষ্ট জানানো হয়েছে,জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী কাযর্কলাপ বা গণভোটের ডাক দেওয়া হলে তা গুরুতর অপরাধ।
Asking for Plebiscite in J&K is Secessionist Activity and Offence Under Anti-Terror Law, Rules UAPA Tribunal.
The UAPA Tribunal has said this in a 148-page judgement on June 22 while upholding the ban on terrorist Masrat Alam’s organisation – Muslim League Jammu Kashmir (Masrat… pic.twitter.com/QKEAzcYUZx
— Amit Malviya (@amitmalviya) July 2, 2024
১৪৮ পাতার রুলিং-এ আরও জানানো হয়েছে,১৯৪৮সালের রাষ্ট্রসংঘের প্রস্তাবনা কোনও কাজ হবে না।আত্ম নিয়ন্ত্রণের পক্ষে সওয়াল করা আসলে বিচ্ছিন্নতাবাদী কাজের সমান বলেও এই নতুন রুলিংয়ে জানানো হয়েছে।