
The Truth of Bengal: গত কয়েক মাস ধরেই, সিবিআইয়ের পাশাপাশি সংবাদ শিরোনামে ইডি বা এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনে থাকা এই দফতরের কর্মকাণ্ড বিশেষ নজর কেড়েছে। অর্থসংক্রান্ত অপরাধ দমনে ইডিকে বাড়তি ক্ষমতাও দিয়েছে কেন্দ্র সরকার। তাই শীর্ষ আদালতে এই দফতরের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগও রয়েছে। এবার যে অভিযোগ উঠেছে, সেখানে শীর্ষ আদালতের কাছে ধাক্কা খেতে হল কেন্দ্রকে।
সূত্রের খবর, ইডি অধিকর্তা সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ তৃতীয় দফায় বাড়াতে চেয়েছিল কেন্দ্র। তারই প্রতিবাদে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করা হয়। ১৯৮৪ সালের ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিসের ব্যাচের আধিকারিক ছিলেন সঞ্জয় কুমার মিশ্র। ২০১৮ সালে তাঁকে দু বছরের জন্য ইডির মুখ্য অধিকর্তা হিসেবে নিয়োগ করা হয়। তারপর ২০২০ সালে তাঁর এক বছরের জন্য মেয়াদ বাড়ানো হয়।
তারপর ২০১৮ সালের পুরনো নির্দেশিকা সংশোধন করে সঞ্জয় মিশ্রর নিয়োগের মেয়াদ দু বছরের পরিবর্তে তিন বছর করা হয়। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই শীর্ষ আদালতে আবেদন করেন কংগ্রেস নেতা রণদীপ সূর্যেওয়ালা, জয়া ঠাকুর থেকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সাকেত গোখলে। সেই মামলার প্রেক্ষিতে শীর্ষ আদালত রায় দেয় সঞ্জয় মিশ্রের মেয়াদ বৃদ্ধি করা যাবে না। পাশাপাশি মেয়াদের সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বেঁধে দিয়েছে শীর্ষ আদালত।