দেশ

ট্রেন যাত্রায় বাড়ল ভোগান্তি! গুনতে হবে দ্বিগুন টাকা!

Train Ticket  

The Truth of Bengal: ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে আরও বিপত্তি বাড়ল আমজনতার। গুনতে হবে দ্বিগুন টাকা। তাই টিকিট কাটলে আপনাকে ভাবনা চিন্তা করেই কাটতে হবে। সূত্রের খবর, এবার আপনার ‘কনফার্মড’ টিকিট যখন বাতিল করবেন তখন আপনাকে দ্বিগুণ ‘ক্যালসেলেশন ফি’ দিতে হবে। এছাড়াও ক্যানসেলেশন ফি-র ওপরে চাপবে আরও ৫ শতাংশ হারে জিএসটি। ডিসেম্বর থেকেই এই নিয়ম বলবৎ হতে পারে। দেশের বেশিরভাগ মানুষই ট্রেনে যাতায়াত করেন। তবে এবার ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে বাড়তি বোঝা চাপতে চলেছে আমজনতার। ফলে কপালে চিন্তার ভাঁজ ট্রেন যাত্রীদের। তাই ট্রেনে দূরে সফর করলে আগাম টিকিট বুকিং-এর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

জানা যাচ্ছে, এবার আপনার ‘কনফার্মড’ টিকিট যখন বাতিল করবেন তখন আপনাকে দ্বিগুণ ‘ক্যালসেলেশন ফি’ দিতে হবে। ডিসেম্বর থেকে নাকি এই নিয়ম কার্য়কর হতে পারে । এখানেই শেষ নয়, শুধু ‘ক্যানসেলেশন ফি’ নয়, এর সঙ্গে যুক্ত হবে জিএসটিও। অর্থাৎ বর্ধিত ফি’র সঙ্গে 5 শতাংশ হারে জিএসটি দিতে হবে যদি কনফার্মড টিকিট ক্যানসেল হয়। অর্থাৎ আপনাকে প্ল্যান করে এবার ট্রেনের টিকিট কাটতে হবে। তবে এতদিন এই সমস্যা ছিল না। আপৎকালীন পরিস্থিতিতে  কনফার্মড ট্রেনের টিকিট ক্যানসেল করলে টাকা ফেরৎ পাওয়া যেত।

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করা হয় সেক্ষেত্রে  টিকিটের ভাড়া থেকে ২৫% টাকা কেটে নিয়ে বাকি মূল্য ফেরত দেওয়া হত। আর যদি ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে কিংবা ১২ ঘণ্টার মধ্যে আপনি টিকিট বাতিল করেন, সেক্ষেত্রে ভারতীয় রেল টিকিটের মূল্য থেকে ৫০% টাকা কেটে নিয়ে বাকি ভাড়া দেওয়া হত। তবে এবার সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, তাতে কনফার্মড টিকিট বাতিল করলে দ্বিগুন ক্যানসেলেশন ফি দিতে হবে। পাশাপাশি বর্ধিত ফির সঙ্গে ৫ শতাংশ হরে জিএসটি দিতে হবে। ডিসেম্বরের এই নিয়ম কার্যকর হতে পারে। ফলে ট্রেন যাত্রার এই নয়া নিয়মে মাথায় হাত আমজনতার।

Related Articles