দেশ
Trending

আবহাওয়ার আগাম খবর নিতে, INSAT-3DS’-এর সফল উৎক্ষেপণ

Successful launch of INSAT-3DS' for advance weather information

The Truth Of Bengal : বাংলা থেকে গুজরাট, ওড়িশা থেকে তামিলনাড়ু সর্বত্র আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়। বিগত কয়েক বছরে জলবাযুর এহেন খামখেয়ালিপনাতে জেরবার হয়েছে ভারত। অসম, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডের মতো রাজ্য দেখেছে বন্যার ভয়াবহতা। জলবায়ু সংক্রান্ত যাবতীয় সমস্যা আগাম জানতে ইসরোর ইনস্যাট থ্রিডিএস। পৃথিবীর নিম্নকক্ষে বসেই জলবায়ুর গতিপ্রকৃতির দিকে নজর রাখবে ইনস্যাট।

ইতিমধ্যেই শনিবার বিকেল ৫ টা ৩৫ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরীকোটা  থেকে মহাকাশে আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত নতুন অত্যাধুনিক উপগ্রহর সফল উতক্ষেপন করল ইসরো। পৃথিবীপৃষ্ঠ থেকে ৩৫ হাজার কিলোমিটার উচ্চতায় উঠে থামবে এই উপগ্রহ। আবহাওয়ার পূর্বাভাস পেতে নতুন যে উপগ্রহটি মহাকাশে ইসরো পাঠালো তার পোশাকি নাম ইনস্যাট থ্রিডিএস।

ইসরোর ইনস্যাট থ্রিডিএস-এর কাজ হবে মূলত, পৃথিবীর নিম্নকক্ষে বসে জলবায়ুর গতিপ্রকৃতির দিকে নজর রাখা। সাগর-মহাসাগরগুলিতে নজর রাখা। এছাড়াও, কোনওরকম দুযোগের আশঙ্কা পেলেই তা সরাসরি খবর দেবে বিজ্ঞানীদের কাছে। তবে ইনস্যাট থ্রিডিএসের এই সফল উতক্ষেপণের পর ইসরোর চেয়ার চেয়ারম্যান এস সোমনাথ জানান, এই সফলতা বিজ্ঞানীদের মনোবল অনেকাংশে বাড়িয়ে দিল।

 

FREE ACCESS

Related Articles