
Truth Of Bengal: বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা, যার পরিণতিও মর্মান্তিক। এদিন তিন তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন অনন্তপুরের নারায়ণ কলেজের প্রথম বর্ষের ইন্টার-কলেজের ছাত্র চরণ। আর এই ঘটনারিই এক ভিডিও রাতিমত ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
సీసీ ఫుటేజ్
అనంతపురం సమీపంలోని నారాయణ కాలేజీలో బిల్డింగ్ పై నుండి దూకి ఇంటర్ విద్యార్థి చరణ్ ఆత్మహత్య
ఫస్ట్ ఇయర్ చదువుతున్న చరణ్ క్లాస్ జరుగుతుండగానే బయటికి వచ్చి మూడో అంతస్తు నుంచి దూకి ఆత్మహత్య
సూసైడ్ చేసుకోవడంతో బోరున విలపిస్తున్న కుటుంబ సభ్యులు pic.twitter.com/kCDeMmMIfn
— Telugu Scribe (@TeluguScribe) January 23, 2025
এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, ক্লাস চলাকালীন প্রথমে ক্লাসরুম থেমে বেরিয়ে কার্নিশের দিকে হেঁটে যায় ছাত্রটি। তারপর কার্নিশ থেকে ঝাঁপ দেয় সে। প্রথমে না বুঝতে পারলেও ছাত্রটিকে ঝাঁপ দিতে দেখে শিক্ষক থেকে শুরু করে সহপাঠী ও অন্যান্য পড়ুয়ারা হতবাক হয়ে যান। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, সকাল ১১টার দিকে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। কিন্তু কী কারণে ছাত্রটি এই চরম পদক্ষেপ নিয়েছে, তা এখনও জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে তারা।