সিকিমকে পরিবেশবান্ধব রাখতে প্রশাসনের কড়া পদক্ষেপ
Strict steps taken by administration to keep Sikkim environment friendly

The Truth of Bengal: সিকিমকে পরিবেশবান্ধব করে তুলতে সিকিমে নিষিদ্ধ প্লাস্টিক। কিন্তু সবথেকে বেশি প্লাস্টিক না ব্যবহারের ক্ষেত্রে কড়াকড়ি রয়েছে গ্যাংটকে। এমনকি গ্যাংটকে প্লাস্টিকের বোতল পর্যন্ত ব্যবহার করা হয় না। এবার সিকিমকে আরও পরিবেশবান্ধব করে তোলার উদ্যোগ রাজ্য সরকারের। সিকিমের পর্যট ন ও অসামরিক বিমান পরিবহন দফতরের তরফ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা।
সেই নির্দেশিকায় বলা হয়েছে, সিকিমে ঢুকতে গেলে পর্যটকদের অবশ্যই সঙ্গে রাখতে হবে আবর্জনা ফেলার ব্যাগ। সিকিমের অর্থনীতির অনেকটাই পর্যটনের উপর নির্ভর করে। পাহাড়ের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের টানে বাঙালী থেকে শুরু করে অন্যান্য রাজ্যের মানুষজনও সিকিমে গিয়ে ভিড় জমান।
প্রতি বছরই প্রায় ২০ লাখেরও বেশি পর্যটক প্রাকৃতিক শোভার টানে সেখানে ভিড় করেন। তবে এবার সিকিমকে পরিবেশবান্ধব রাখতে প্রশাসনের তরফ থেকে জানানো হল, পর্যটকভর্তি গাড়ি সিকিমে প্রবেশ করলে আবর্জনা ফেলার ব্যাগ রাখা বাধ্যতামূলক। যাতে যত্রতত্র পর্যটকরা আবর্জনা না ফেলেন।